কোট্টায়াম: ইন্টারনেট ব্যবস্থার উন্নতির পর থেকেই অনলাইন শিক্ষার দিকটি ব্যাপক ভাবে উন্মোচিত হয়েছে। অতিমারিতে লকডাউনে তা অন্য মাত্রা পেয়েছিল। লকডাউন কালে পড়াশোনা চলেছে অনলাইনে। পরীক্ষাও হয়েছে অনলাইনে। পাশাপাশি অনলাইনে বিভিন্ন কোর্স করার প্রবণতাও বেড়েছে লকডাউনে। সেই সুযোগকে কাজে লাগিয়েছেন কেরলের এক যুবতী। অনলাইনে খুব অল্প সময়ের মধ্য়ে একাধিক কোর্স করেছেন তিনি। অল্প সময়ের মধ্যে একাধিক কোর্স সম্পূর্ণ করে নতুন রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ২৪ ঘণ্টায় ৮১টি অনলাইন কোর্স সম্পূর্ণ করেছেন তিনি। এক দিনে ৮১ টি কোর্স করা ওই যুবতীর নাম রেহনা শাজাহান। তিনি কেরলের বাসিন্দা। তিনি প্রথম মহিলা যিনি পড়াশোনা সংক্রান্ত এই রের্কডের অধিকারিণী হলেন। এর আগে এক দিনে ৭৫টি কোর্স সম্পূর্ণ করার রেক্ড ছিল। সেই রেকর্ডই ভেঙেছেন রেহনা।
কেরলের কোট্টায়ামের বাসিন্দা রেহনা। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে কমার্সে স্নাতকোত্তর কোর্স করার ইচ্ছা ছিল তিনি। কিন্তু এ বছর সেখানে আসন পাননি তিনি। তাই অনলাইনে ২টি স্নাতকোত্তর কোর্সে ভর্তি হন তিনি। সেই সঙ্গে সোশ্যাল ওয়ার্কে ডিপ্লোমা কোর্সেও ভর্তি হয়েছিলেন তিনি। তা শেষ করে কমন এন্ট্রান্স টেস্ট (ক্যাট) পরীক্ষাক প্রস্তুতি নেওয়া শুরু করেন। তাতে পাশও করেন। তার পর জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে এমবিএ কোর্সে ভর্তি হন। তাঁদের ব্যাচে রেহনাই এক মাত্র মালয়ালি পড়ুয়া।
নিজের এই পড়াশোনার পিছনে তাঁর দিদি নেহলার অবদানের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন নেহলা লন্ডনে কর্মনরত। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজের ছাত্রী ছিলেন তিনি। পড়াশোনার পাশাপাশি দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা ওমেনস ম্যানিফেস্টোর সঙ্গেও কাজ করেন বলে জানিয়েছেন।