শ্রীনগর: নির্বাচনী প্রচারে ছুরি নিয়ে হামলা। রবিবার (১৯ মে), এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা। এদিন এই জেলায় ন্যাশনাল কনফারেন্স দলের একটি রোডশো ছিল। রোডশো চলাকালীনই অজ্ঞাত পরিচয় হামলাকারীরা ছুরি নিয়ে হামলা চালায় ন্যাশনাল কনফারেন্স দলের কর্মীদের উপর। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পুঞ্চের মেনধর এলাকায়। রোডশোয় উপস্থিত ছিলেন ন্যাশনাল কনফারেন্স দলের প্রধান তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। উপস্থিত ছিলেন অনন্তনাগের ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়াঁ আলতাফ রাজৌরিও।
আহতরা সকলেই ন্যাশনাল কনফারেন্স দলের কর্মী বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই আহতদের মেনধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাই তাদের রাজৌরির সরকারি মেডিকেল কলেজে রেফার করা হয়।
এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রাক্তন বিধায়ক তথা ন্যাশনাল কনফারেন্স দলের নেতা জাভেদ রানা। তিনি জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্স দলের রোডশো চলাকালীন এক জায়গায় বক্তৃতা দিচ্ছিলেন পারুক আবদুল্লা। আচমকাই কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ন্যাশনাল কনফারেন্সের ওই কর্মসূচিতে হামলা চালায়। তাদের মধ্যে কয়েকজন আচমকাই এলেপাথারি ছুরি চালাতে শুরু করে। জাভেদ রানা বলেছেন, “উপত্যকায় কড়া নিরাপত্তার মধ্যেই আমাদের যুব কর্মীদের উপর হামলা করা হয়েছে। আমি পুলিশের কাছে দাবি করছি, হামলাকারীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে অজ্ঞাতপরিচচয় হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে, অভিযুক্তদের ধরতে জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে, এই ঘটনার প্রতিবাদে মেনধরের প্রধান চৌকিতে বিক্ষোভ দেখাচ্ছে ন্যাশনাল কনফারেন্স।