AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali Profit: কত বিক্রিবাটা হল পতঞ্জলির? জেনে নিন বড় রেকর্ড

Patanjali Profit: অপারেশনস থেকে কোম্পানির আয় হয়েছে ৮,৮৯৯.৭০ কোটি টাকা। যা গত বছরের একই প্রান্তিকে ৭,১৭৭.১৭ কোটি টাকার চেয়ে বেশি। কোম্পানির মোট মুনাফা হয়েছে ১,২৫৯.১৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৮১% বেশি।

Patanjali Profit: কত বিক্রিবাটা হল পতঞ্জলির? জেনে নিন বড় রেকর্ড
| Edited By: | Updated on: Aug 24, 2025 | 3:16 PM
Share

পতঞ্জলি ফুডস লিমিটেড (পিএফএল) গত ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকের হালহকিকত সামনে এনেছে। সংস্থা বলছে, এই সময়কালে জুন মাসে মুদ্রাস্ফীতির হার ২.১ শতাংশে নেমে এসেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। তা সত্ত্বেও, শহুরে বাজারে চাহিদা কমে যাওয়া, আঞ্চলিক বাজারের ওঠানামার মধ্যে বাজার ধরা রীতিমতো চ্যালঞ্জিং ছিল। তাও গ্রামাঞ্চলে তাদের পণ্যের চাহিদা স্থিতিশীল ছিল। যা আবার শহরাঞ্চলের তুলনায় অনেকটাই ভাল পারফর্ম করেছে। 

অপারেশনস থেকে কোম্পানির আয় হয়েছে ৮,৮৯৯.৭০ কোটি টাকা। যা গত বছরের একই প্রান্তিকে ৭,১৭৭.১৭ কোটি টাকার চেয়ে বেশি। কোম্পানির মোট মুনাফা হয়েছে ১,২৫৯.১৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩.৮১% বেশি। কোম্পানির কর-পরবর্তী মুনাফা (PAT) দাঁড়িয়েছে ১৮০.৩৯ কোটি টাকা, যার মার্জিন ২.০২ শতাংশ।  

পতঞ্জলি ফুডস লিমিটেডের জুন ত্রৈমাসিকের ফলাফল বলছে, কোম্পানিটি মোট ৮,৮৯৯.৭০ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে, খাদ্য ও অন্যান্য এফএমসিজি সেগমেন্ট ১৬৬০.৬৭ কোটি টাকা, হোম ও পার্সোনাল কেয়ার সেগমেন্ট ৬৩৯.০২ কোটি টাকা এবং ভোজ্য তেল সেগমেন্ট ৬,৬৮৫.৮৬ কোটি টাকা আয় করেছে।