নয়া দিল্লি: দেশের কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Samman Nidhi) প্রকল্প নিয়ে এসেছে। এর ফলে বহু কৃষক উপকৃত হচ্ছেন। যে সব কৃষকদের চাষ যোগ্য জমি আছে, সেই সব কৃষকদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয় এই প্রকল্পের মাধ্যমে। প্রতি চার মাসের হিসেবে এপ্রিল থেকে জুলাই, অগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ… প্রত্যেক অর্থবর্ষে তিন দফায় কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ সব মিলিয়ে বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পান কৃষকরা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির আওতায় উপভোক্তারা নিজেরাই আধার কার্ড অনুযায়ী নিজেদের নাম বদল করে নিতে পারেন। জেনে নিন কীভাবে।
আধার কার্ড অনুযায়ী কোনও ব্যক্তি তাঁর নাম পরিবর্তন করতে চাইলে, ওই কৃষককে প্রথমে পিএম কিষান পোর্টালের হোম পেজে যেতে হবে। সেখানে কৃষক কর্নারে আধার অনুযায়ী সুবিধাভোগীর নাম পরিবর্তন করার অপশনে গিয়ে পিএম কিষাণ আধার নম্বর লিখতে হবে। এর পরে সেটি অ্যাপ্লাই করলে ডেটাবেস থেকে আধার নম্বর যাচাই হবে। যদি ওই আধার নম্বরটি ইতিমধ্যেই পোর্টালে নথিভুক্ত থাকে, তাহলে স্ক্রিনে ব্যবহারকারীর কাছে জানতে চাওয়া হবে, তিনি সে নামটি এডিট করতে চান কি না। তারপর, ওই কৃষক যদি ইয়েস-এ ক্লিক করেন, তাহলে কৃষকের নাম, মোবাইল নম্বর, জেলা, গ্রাম এবং আধার নম্বর সহ যাবতীয় তথ্য উঠে আসবে স্ক্রিনে।
সেখানে ই-কেওয়াইসি লিঙ্কে ক্লিক করে কৃষক ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। লিঙ্কে ক্লিকে করে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করলে ওই উপভোক্তার আধার থেকে নেওয়া তথ্য নিয়ে পিএম কিষাণ ডেটাবেস আপডেট হয়ে যাবে। নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বাড়ির ঠিকানা, আধার নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর এবং তাঁর বাবার নাম কিংবা স্বামীর নাম সহ আপডেট হয়ে যাবে। ই-কেওয়াইসি প্রক্রিয়া শেষ হওয়ার পরে NPCI-এর মাধ্যমে আধারের সঙ্গে লিঙ্ক ঠিকঠাক হয়েছে কি না, তা যাচাই করা হবে। তারপরে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকলে, সেই রেকর্ডটি অতিরিক্ত প্রক্রিয়াকরণের জন্য ফরোয়ার্ড করা হবে।