সুপার স্প্রেডার! করোনার বাড়বাড়ন্তে প্রতীকী কুম্ভ মেলার আর্জি মোদীর

Apr 17, 2021 | 9:39 AM

কুম্ভমেলা (Kumbha Mela) বিতর্কে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।

সুপার স্প্রেডার! করোনার বাড়বাড়ন্তে প্রতীকী কুম্ভ মেলার আর্জি মোদীর
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: কুম্ভমেলা (Kumbh Mela) বিতর্কে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শাহি স্নান বন্ধের আর্জি জানিয়েছেন তিনি। কোভিড, অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখেই এই আর্জি জানিয়েছেন তিনি। কুম্ভ মেলায় করোনা সংক্রমণ নিয়ে সমালোচনা শুরু হয়। তারপরই এই সিদ্ধান্ত। প্রতীকী মেলা করার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।


শনিবার স্বামী অভদেশ্যানন্দ গিরির সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনার মোকাবিলায় এবার ‘প্রতীকী’ কুম্ভমেলা করার আর্জি জানান তিনি। সন্তদের স্বাস্থ্যের ব্যাপারেও জানতে চান।

উল্লেখ্য, কুম্ভ মেলাকে সুপার স্প্রেডার বলে চিহ্নিত করেছিলেন স্বাস্থ্য সচেতকরা। আক্রান্ত হন ৩০ জন সাধু। তাঁরা প্রত্যেকেই মেলায় উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক শম্ভু কুমার ঝা জানান, দুই আখড়া সরানো হয়েছে।

গত বৃহস্পতিবার নিরঞ্জনী আখড়া ও তপোনিধি শ্রী আনন্দ আখড়া কুম্ভ মেলা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এই আখড়ার তরফে রবীন্দ্র পুরি জানান, করোনা পরিস্থিতিতে এ বছরের মতো তাঁদের মেলা শেষ।

Next Article