লখনউ: অশান্তির আশঙ্কাতেই যোগী সরকার লখিমপুর খেরি(Lakhimpur Kheri)-তে রাজনৈতিক দলের প্রবেশ নিষেধ করেছে। তারই প্রভাব দেখা গেল লখনউয়ে (Lucknow)। এ দিন সকালেই সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব(Akhilesh Yadav)-র লখিমপুরে যাওয়ার কথা থাকলেও, পুলিশ তাঁকে গৃহবন্দি থাকতে বলা হয়। এরপরই অখিলেশের বাড়ির সামনেই দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগিয়ে দিল। পুলিশ ইতিমধ্যেই অখিলেশ যাদবকে গ্রেফতার করেছে। তাঁকে গ্রিন গার্ডেনে নিয়ে যাওয়া হচ্ছে, তবে সমর্থকরা সেই কাজে বাধা দিচ্ছে।
রবিবার উত্তর প্রদেশের লখিমপুর খেড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য্য। সেইসময়ই পথ আটকে প্রতিবাদ দেখাতে শুরু করে আন্দোলনকারী কৃষকরা। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং গাড়িতে চাপা পড়ে ৮ কৃষকের মৃত্যু হয়। অন্যদিকে কৃষকদের সঙ্গে সংঘর্ষেও ৩ বিজেপি কর্মী ও গাড়ির চালকের মৃত্যু হয়। গোটা ঘটনা ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
#WATCH | Lucknow: Police take Samajwadi Party president Akhilesh Yadav into custody outside his residence where he staged a sit-in protest after being stopped from going to Lakhimpur Kheri where 8 people died in violence yesterday pic.twitter.com/VYk12Qt87H
— ANI UP (@ANINewsUP) October 4, 2021
গতকালই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, সমাজবাদী দলের নেতা অখিলেশ যাদব জানিয়েছিলেন, তারা লখিমপুর খেরিতে যাবেন। যদিও পুলিশের তরফে দুজনকেই গৃহবন্দি থাকতে নির্দেশ দেওয়া হয়। এদিকে, আজ সকালেই সেই নির্দেশ অমান্য করে লখিমপুরে যাওয়ার চেষ্টা করেন প্রিয়ঙ্কা গান্ধী। এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ হারগাঁওতে তাঁকে আটক করে পুলিশ। সেখানে তিনি পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন।
অন্যদিকে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও সকালে লখনউয়ের বিক্রমাদিত্য় মার্গের বাড়ি থেকে লখিমপুরে যাওয়ার চেষ্টা করেন। পুলিশের বাধা দেওয়ায় তিনি বাড়ির সামনেই পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। ধর্ণায় বসে অখিলেশ যাদব বলেন, “ব্রিটিশরাও কৃষকদের উপর এতটা অত্যাচার করেনি, যা বিজেপি সরকার করছে। উপ মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত। যে সমস্ত কৃষকরা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে ২ কোটি টাকা করে দিতে হবে এবং তাদের পরিবারের সদস্য়দের সরকারি চাকরিও দিতে হবে।”
লখিমপুরে ১৪৪ ধারা জারি প্রসঙ্গে অখিলেশ বলেন, “সরকার ওখানে (লখিমপুর খেরি) কোনও রাজনৈতিক নেতাদের যেতে দিচ্ছেন না। সরকার কী লুকোতে চাইছে?”
এদিকে, ধর্ণা চলাকালীনই সমাজবাদী পার্টির কিছু সমর্থকরাই অখিলেশ যাদবের বাড়ির অদূরেই দাঁড়িয়ে থাকা পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেয়। যদিও দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনাস্থানে উপস্থিত পুলিশকর্মীরা সেই আগুন নেভানোর চেষ্টা করে। এক পুলিশকর্মী বলেন, “জানিনা কারা এই কাজ করেছে। আমরা বিক্ষোভ থামাতে ভিতরে গিয়েছিলাম। বেরিয়ে দেখি পুলিশ ভ্য়ানে আগুন জ্বলছে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝেই পুলিশ অখিলেশ যাদবকে আটক করে এবং তাঁকে অনত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সপা সমর্থকরা রাস্তায় শুয়ে পড়ে সেই কাজে বাধা দেয়।