দেওয়ালে ফাটল, মাটি গিলে খাচ্ছে রাস্তাঘাট! রামবানে ভয়ঙ্কর বিপদের আভাস

Ramban Land Sinking: বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ প্রথমে রাস্তায় ছোট ফাটল দেখা যায়। এরপরই রাস্তা মাটিতে বসে যেতে শুরু করে। রাত ১০টা-১১টার মধ্য়ে তাদের চোখের সামনেই রাস্তা প্রায় এক ফুট গভীরে ধসে যায়।

দেওয়ালে ফাটল, মাটি গিলে খাচ্ছে রাস্তাঘাট! রামবানে ভয়ঙ্কর বিপদের আভাস
রামবানে বাড়ি ও রাস্তাঘাটে ধস।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Apr 28, 2024 | 7:52 AM

শ্রীনগর: দেবভূমির ছায়া এবার ভূস্বর্গেও। ভয়ঙ্কর বিপদের মুখে জম্মু-কাশ্মীর। রামবান জেলায় ধসে যাচ্ছে একের পর এক বাড়ি। দেওয়ালে ধরেছে বড় ফাটল। ভূমিধসের জেরে বাড়িঘরের পাশাপাশি রাস্তাঘাটও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। জম্মু ও কাশ্মীরের মধ্যে সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে ৩৫০-রও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ভূমিধস আদৌ থামবে কি না, তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না।

বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরের রামবান জেলার পেরনত গ্রামে বড়সড় ভূমিধস নামে। এরপরই দেখা যায়, বাড়িঘরে ফাটল ধরেছে, মাটিতে ধীরে ধীরে বসে যাচ্ছে বাড়িগুলি। এখনও অবধি ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এর মধ্যে ৩০টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০টি বাড়িও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে।

ওই গ্রামের প্রাক্তন প্রধান কলস দেবী জানান, বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ প্রথমে রাস্তায় ছোট ফাটল দেখা যায়। এরপরই রাস্তা মাটিতে বসে যেতে শুরু করে। রাত ১০টা-১১টার মধ্য়ে তাদের চোখের সামনেই রাস্তা প্রায় এক ফুট গভীরে ধসে যায়।

শুধু বাড়িঘর বা রাস্তাঘাটই নয়, ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গ্রিড স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় গোটা এলাকায় বিদ্যুৎ নেই। জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, কমবেশি ৩৫০ জনের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ী ব্যবস্থা করার চেষ্টা চলছে। ভূতত্ত্ববিদ বা জিওলজি এক্সপার্টদেরও ডাকা হয়েছে হঠাৎ মাটি ধসে যাওয়ার কারণ খুঁজতে।