AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manmohan Singh passed away: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

Manmohan Singh passed away: ছুটে এসেছিলেন কংগ্রেসের তাবড় তাবড় নেতারা। চিকিৎসকেরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। সূত্রের খবর, রাত ন'টা ১৫ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Manmohan Singh passed away: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
শোকের ছায়া কংগ্রেসেImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 26, 2024 | 11:57 PM
Share

নয়া দিল্লি: তিনি যে আশঙ্কাজনক সেই খবরটা এসেছিল সন্ধ্যাতেই। ছুটে এসেছিলেন কংগ্রেসের তাবড় তাবড় নেতারা। চিকিৎসকেরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। সূত্রের খবর, রাত ন’টা ১৫ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরিবার সূত্রে খবর, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস(AIIMS)-এ এমারজেন্সি ডিপার্টমেন্টে ভর্তি করা হয় তাঁকে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। 

অসুস্থতার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছে যান কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। তড়িঘড়ি কর্নাটকের বেলাগাভি থেকে তড়িঘড়ি দিল্লি ফিরে আসেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গেরাও। আসেন সোনিয়া গান্ধীও। স্থগিত করে দেওয়া হয় কর্ণাটকের বেলগাভিতে আগামীকালের যাবতীয় কর্মসূচি। 

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত টানা দশ বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এই অর্থনীতিবিদ। ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদেও আসীন ছিলেন তিনি। পিভি নরসিং রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। টানা ৩৩ বছর রাজ্যসভার সাংসদ থাকলেও এ বছরই তাঁর মেয়াদ শেষ হয়। যদিও বেশ কিছু বছর ধরেই তাঁকে আর সরাসরি রাজনীতির ময়দানে সেই অর্থে দেখা যায়নি।