‘পরের ফ্লাইটেই ভারতে ফিরে আসুন’, উত্তপ্ত পরিস্থিতিতে জারি চরম সতর্কতা
External Ministry: যাদের পক্ষে সম্ভব, তাদের অবিলম্বে পরবর্তী ফ্লাইটে সিরিয়া ছাড়তে বলা হয়েছে। যাদের পক্ষে ফেরা সম্ভব নয়, তাদের সতর্কতা অবলম্বন করতে এবং যথাসাধ্য বাইরে বেরনো এড়িয়ে চলতে বলা হয়েছে।
নয়া দিল্লি: পরিস্থিতি ভয়ঙ্কর। গভীর রাতেই সতর্কতা জারি করল ভারত সরকার। বলা হল অবিলম্বে দেশ ছাড়তে। একইসঙ্গে বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হল। বিদেশ মন্ত্রকের তরফে জারি করা হয়েছে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বরও।
পরিস্থিতি উত্তপ্ত সিরিয়ায়। সেখানে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। রাশিয়া ও ইরান সমর্থিত বাসার আল-আসাদের সরকারকে উৎখাত করতে উদ্যত বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। সিরিয়ার হোমসের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। যে কোনও মুহূর্তেই শহরের ক্ষমতা দখল করতে পারে। ইতিমধ্যেই আলেপ্পো, হামা সহ একাধিক শহরের দখল নিয়েছে জঙ্গিরা। ২০১১ সালের যুদ্ধের পর এই প্রথম এমন পরিস্থিতির সৃষ্টি হল।
সিরিয়ার পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়াতেই ভারত সরকারের তরফে শুক্রবার রাতে সতর্কতা জারি করা হয়। ভারতীয়দের আপাতত সিরিয়া যেতে বারণ করা হয়েছে। একইসঙ্গে ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর ও ইমেইল আইডিও দেওয়া হয়েছে সে দেশে বসবাসকারী ভারতীয়দের যোগাযোগের জন্য। সিরিয়ায় এই মুহূর্তে যত সংখ্যক ভারতীয় রয়েছেন, তাদের দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যাদের পক্ষে সম্ভব, তাদের অবিলম্বে পরবর্তী ফ্লাইটে সিরিয়া ছাড়তে বলা হয়েছে। যাদের পক্ষে ফেরা সম্ভব নয়, তাদের সতর্কতা অবলম্বন করতে এবং যথাসাধ্য বাইরে বেরনো এড়িয়ে চলতে বলা হয়েছে।
ইমার্জেন্সি হেল্পলাইন নম্বর হল- +963 993385973। এছাড়া কোনও সাহায্যের জন্য hoc.damascus@mea.gov.in – এই ইমেইল আইডিতেও যোগাযোগ করা যেতে পারে।