AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RTI: স্বামীর বেতন কত, তা কি জানতে পারেন স্ত্রী? কী বলছে আইন, জেনে নিন…

Husband-Wife Salary Case: তথ্যের অধিকার বা রাইট টু ইনফরমেশনের অধীনে অনেক তথ্যই জানা যায়। সরকার বা কোনও প্রতিষ্ঠানের কাছে যেমন কোনও বিষয়ে তথ্য বা ব্যাখ্যা চাওয়া যেতে পারে, একইভাবে কোনও ব্যক্তির সম্পর্কেও তথ্য জানা যায় আরটিআই-র অধীনে।

RTI: স্বামীর বেতন কত, তা কি জানতে পারেন স্ত্রী? কী বলছে আইন, জেনে নিন...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Sep 05, 2025 | 6:36 PM
Share

নয়া দিল্লি: স্বামী-স্ত্রীর সম্পর্ক পবিত্র। স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয়। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও তথ্যই গোপন থাকা উচিত নয়। তবে অনেকেই নিজের বেতন জানাতে পছন্দ করেন না। একজন স্ত্রী কি তাঁর স্বামীর বেতন কত, তা জানতে পারেন? কী বলছে আইন?

তথ্যের অধিকার বা রাইট টু ইনফরমেশনের অধীনে অনেক তথ্যই জানা যায়। সরকার বা কোনও প্রতিষ্ঠানের কাছে যেমন কোনও বিষয়ে তথ্য বা ব্যাখ্যা চাওয়া যেতে পারে, একইভাবে কোনও ব্যক্তির সম্পর্কেও তথ্য জানা যায় আরটিআই-র অধীনে। স্ত্রী যদি চান, তাহলে স্বামীর বেতন কত, তাও আরটিআই করে জানতে পারেন। তবে সব ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হয় না।

২০১৮ সালে মধ্য প্রদেশ হাইকোর্টে সুনীতা জৈন বনাম পবন কুমার জৈন মামলায় স্ত্রী তাঁর স্বামীর বেতন সম্পর্কে জানতে চেয়েছিলেন তথ্যের অধিকার আইনে। হাইকোর্ট সেই সময় বলেছিল যে স্বামীর বেতন সম্পর্কে স্ত্রীর তথ্য জানা অধিকার। ভরণপোষণের জন্য যদি এই তথ্য ব্যবহার হয়, তাহলে তা ‘তৃতীয় পক্ষের ব্যক্তিগত তথ্য’ হিসাবে বিবেচিত হবে না।

এরপর ২০২০ সালে রেহমত বানু বনাম সিপিআইও মামলায় স্ত্রী তাঁর স্বামীর আয়কর এবং বেতনের তথ্য আরটিআই-র অধীনে জানতে চেয়েছিলেন। বৈবাহিক অধিকারের সঙ্গে এটি সম্পর্কিত , এ কথা উল্লেখ করে ১৫ দিনের মধ্যে তথ্য জানাতে বলা হয়।  

২০২৪ সালে মাদ্রাজ হাইকোর্টে জয়া প্রকাশ বনাম এ আনন্দ মামলাতেও বলা হয়, স্ত্রীর অধিকার স্বামীর বেতন সম্পর্কে জানা, যাতে তিনি ভরণপোষণের দাবি করতে পারেন।

তবে কোনও ব্যক্তি যদি বেসরকারি সংস্থায় কাজ করেন, তাহলে আরটিআই করেও কোনও ব্যক্তির বেতন সংক্রান্ত তথ্য জানা যায় না। এছাড়া যদি কোনও বৈধ কারণ ছাড়াই তথ্য জানতে চাওয়া হয়, তাহলেও সেই আরটিআই খারিজ হয়ে যাবে। তবে যদি কোনও ব্যক্তি সরকারি চাকরি করেন, তাহলে তাঁর বেতন সম্পর্কে জানা যায় কারণ এটি পাবলিক রেকর্ড। সেক্ষেত্রে বেতন ব্যক্তিগত গোপনীয় তথ্য হিসাবে বিবেচিত হয় না।