R Chidambaram passes away: চলে গেলেন ‘স্মাইলিং বুদ্ধ’ অপারেশনের অন্যতম কারিগর আর চিদম্বরম, শোকপ্রকাশ মোদীর

Jan 04, 2025 | 10:22 PM

R Chidambaram passes away: ১৯৭৪ সালে পোখরানে স্মাইলিং বুদ্ধ অপারেশন (পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণ)-এ যুক্ত ছিলেন বিজ্ঞানী আর চিদম্বরম। আবার ২৪ বছর পর অপারেশন শক্তির ক্ষেত্রে বড় দায়িত্ব পালন করেন। দুটি অপারেশনের ক্ষেত্রেই যাঁরা মূল্য ভূমিকা নিয়েছিলেন, তাঁদের অন্যতম এই পদার্থবিদ।

R Chidambaram passes away: চলে গেলেন স্মাইলিং বুদ্ধ অপারেশনের অন্যতম কারিগর আর চিদম্বরম, শোকপ্রকাশ মোদীর
আর চিদম্বরম (ফাইল ফোটো)

Follow Us

মুম্বই: চলে গেলেন অপারেশন স্মাইলিং বুদ্ধের অন্যতম কারিগর বিশিষ্ট বিজ্ঞানী আর চিদম্বরম। শনিবার মুম্বইয়ের যশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই বিজ্ঞানী। বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিজ্ঞানীমহল। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পদার্থবিদ রাজাগোপাল চিদম্বরমের জন্ম ১৯৩৬ সালে। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেন। এরপর পড়াশোনা করেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে। পোখরানে ১৯৭৪ ও ১৯৯৮ সালে পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণ অন্যতম কারিগর ছিলেন তিনি। অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। পরে ভারত সরকারের বিজ্ঞান বিষয়ক প্রধান উপদেষ্টাও হন। ভারতকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করতে অবদানের জন্য পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয় তাঁকে।

১৯৭৪ সালে পোখরানে স্মাইলিং বুদ্ধ অপারেশন (পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণ)-এ যুক্ত ছিলেন তিনি। আবার ২৪ বছর পর অপারেশন শক্তির ক্ষেত্রে বড় দায়িত্ব পালন করেন। দুটি অপারেশনের ক্ষেত্রেই যাঁরা মূল্য ভূমিকা নিয়েছিলেন, তাঁদের অন্যতম এই পদার্থবিদ। তাঁর আত্মজীবনী ‘ইন্ডিয়া রাইজিং’-এ এই দুই পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের বিষয়ে নানা তথ্য রয়েছে।

এই খবরটিও পড়ুন

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছে বিজ্ঞানীমহল। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “রাজাগোপাল চিদম্বরমের প্রয়াণে গভীরভাবে শোকাহত। তিনি ভারতের পরমাণু গবেষণার ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন। প্রত্যেক ভারতীয়র হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর ভাবনাচিন্তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

 

Next Article