Terrorist killed: নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে খতম কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত ২ লস্কর জঙ্গি

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 10, 2023 | 8:45 AM

Encounter: গত ফেব্রুয়ারিতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মার। পেশায় ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী সঞ্জয় শর্মাকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আচান এলাকায় বাজারের মধ্যেই গুলি করে হত্যা করা হয়। সঞ্জয় শর্মা হত্যায় জড়িত আরও ২ জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী।

Terrorist killed: নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য, এনকাউন্টারে খতম কাশ্মীরি পণ্ডিত হত্যায় জড়িত ২ লস্কর জঙ্গি
সোপিয়ানে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই। ফাইল ছবি।
Image Credit source: ANI

Follow Us

সোপিয়ান: জম্মু-কাশ্মীরের সোপিয়ানে (Shopian) জঙ্গি অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার ভোরে সেনা ও পুলিশ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ২ জঙ্গির। এনকাউন্টারে ২ জঙ্গির মৃত্যুর খবরটি নিশ্চিত করে টুইট করেছে কাশ্মীর জোন পুলিশ। মৃত ২ জঙ্গি লস্কর-ই-তৈবার (LeT) সদস্য এবং কাশ্মীরি পণ্ডিত হত্যার সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে। তবে এই গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত সেনা বা পুলিশকর্মীর হতাহতের খবর নেই।

কাশ্মীর জোন পুলিশ টুইটারে জানিয়েছে, মৃত ২ জঙ্গির নাম মোরিফত মকবুল ও জাজমিন ফারুখ ওরফে আবরার। দুজনেই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে হত্যার ঘটনায় এই দুই জঙ্গি জড়িত ছিল।

পুলিশ সূত্রে খবর, সোপিয়ান জেলার আলশিপোরা এলাকায় জঙ্গিদের আত্মগোপন করার খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযানে নামে। সেনা-পুলিশের উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গোপন ডেরা থেকে গুলি ছুঁড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দু-পক্ষের গুলির লড়াই চলার সময়ই ২ জঙ্গির মৃত্যু হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত, আরও জঙ্গি আলশিপোরা এলাকায় রয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মার। পেশায় ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী সঞ্জয় শর্মাকে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আচান এলাকায় বাজারের মধ্যেই গুলি করে হত্যা করা হয়। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। তাঁর শেষকৃত্যে জেলা পুলিশ আধিকারিক-সহ শতাধিক মানুষ সামিল হয়েছিলেন। এই ঘটনার দু-দিন পরই পুলওয়ামার পাদদামপোরা গ্রামে জঙ্গি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় সঞ্জয় শর্মা খুনে জড়িত আরেক জঙ্গি, আকিব মুস্তাক ভাট।

Next Article