নয়ডা: অফিস ছুটি হয়েছে। বাড়ি যাওয়ার জন্য লিফটে উঠে সবে গ্রাউন্ড ফ্লোরের বাটনে চাপ দিলেন, নিমেষে তালগোল পাকিয়ে গেল সবকিছু। লিফট নীচে নামল ঠিকই, তবে স্বাভাবিক গতিতে নয়, নীচে পড়ল দড়ি ছিঁড়ে (Lift Collapse)। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৯ জন কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে নয়ডায় (Noida)।
শুক্রবার নয়ডার সেক্টর ১২৫-র রিভার সাইড টাওয়ারে দুর্ঘটনা ঘটে। আট তলা থেকে ছিড়ে পড়ে লিফটটি। ভিতরে ছিলেন ৯জন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী, সকলেই গুরুতর আহত হন। বর্তমানে আইসিইউ-তে ভর্তি রয়েছেন ৫ জন। পুলিশের তরফে জানানো হয়েছে, আহত ৯ জনই এরাস্মিথ টেকনোলজির কর্মী। সাড়ে ৫টায় অফিস ছুটি হয়। ৫টা ৪৫ মিনিট নাগাদ তাঁরা ৮ তলা থেকে লিফটে ওঠেন। আচমকাই ছিড়ে পড়ে লিফটটি। সজোরে মাটিতে আছড়ে পড়ে লিফট।
আহত ৯ জনের মধ্যে ৫ জনই আইসিইউ-তে ভর্তি। তাঁদের হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে। বাকি ৪ জনও গুরুতর আহত, তবে বর্তমানে তাঁরা স্থিতিশীল রয়েছেন।
কীভাবে লিফটটি ছিড়ে পড়ল, তা এখনও জানা যায়নি। পুলিশ দুইজন কর্মীকে আটক করেছে, যারা লিফটগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বহুতলগুলিতে আতঙ্ক হয়ে উঠেছে লিফট। বিগত কয়েক মাসেই নয়ডা, গ্রেটার নয়ডায় একাধিক লিফট ছিড়ে পড়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হন, এমনকী অনেকের মৃত্যুও হয়েছে।