Tejas Fighter Jet Crash: দুবাইয়ে ভেঙে পড়ল তেজস যুদ্ধবিমান! যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কিছু? জানা যায়নি কারণ!
Dubai Air Show 2025: ২০১৬ সাল থেকেই ভারতীয় বায়ু সেনাকে এই যুদ্ধবিমান সার্ভিস দিয়ে আসছে। তখন থেকেই বেশ সুনাম কুড়িয়েছে এই বিমান। এখনও পর্যন্ত এই বিমান মাত্র ১ বার দুর্ঘটনার মুখে পড়েছে। আর তারপরও এমন দুর্ঘটনা।

দুবাইয়ে চলছিল এয়ার শো। আর সেই এয়ার শো-তে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস। দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ অবতরণের সময় ভেঙে পড়ে এই বিমান। ঘটনায় মৃত্যু হয়েছে এই যুদ্ধবিমানের চালকের। যে ভিডিয়ো আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই বিমান থেকে পাইলটকে বিমান থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি। ২০১৬ সাল থেকেই ভারতীয় বায়ু সেনাকে এই যুদ্ধবিমান সার্ভিস দিয়ে আসছে। তখন থেকেই বেশ সুনাম কুড়িয়েছে এই বিমান। এখনও পর্যন্ত এই বিমান মাত্র ১ বার দুর্ঘটনার মুখে পড়েছে। আর তারপরও এমন দুর্ঘটনা।
কিন্তু হঠাৎ কেন এমন হল? সামরিক বিশারদদের অনেকেই বলছেন ইঞ্জিন হয়তও চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। আর সেই কারণেই এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এই মহড়া শুরু হওয়ার আগেও এই তেজস যুদ্ধবিমানটি একবার আকাশে চক্কর কেটেছে। তখন কিন্তু কোনও ত্রুটি দেখা যায়নি। প্রাক্তন বায়ুসেনা কর্তা রঞ্জন মুখোপাধ্যায় বলছেন, সামনের হুইলে কোনও ম্যালফাংশন হলে এমন একটা দুর্ঘটনা ঘটতে পারে। তবে, যতক্ষণ না তদন্ত হচ্ছে, ততক্ষণ স্পষ্টভাবে কিছুই বলা যাবে না।
ঘটনায় বিবৃতি দিয়েছে ভারতীয় বায়ু সেনা
An IAF Tejas aircraft met with an accident during an aerial display at Dubai Air Show, today. The pilot sustained fatal injuries in the accident.
IAF deeply regrets the loss of life and stands firmly with the bereaved family in this time of grief.
A court of inquiry is being…
— Indian Air Force (@IAF_MCC) November 21, 2025
যে ভাবে এই বিমান ভেঙে পড়েছে, তাতে বায়ুসেনার প্রাক্তন আধিকারিক থেকে ইঞ্জিনিয়ার, প্রত্যেকেই বলছেন এটা হয়ত যান্ত্রিক ত্রুটি। কারণ, যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে তাতে স্পষ্ট ভাবে বলা সম্ভব নয় যে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সম্পূর্ণ ভারতে তৈরি এই যুদ্ধবিমান ভেঙে পড়ায় বলা যায় গোটা বিশ্বের সামনে প্রশ্নের মুখে পড়ল ভারতীয় প্রযুক্তি। কারণ, একাধিক দেশ এই তেজস যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। ফলে, এর পর কী হতে পারে সেই নিয়ে চিন্তা প্রকাশ করেছেন দেশের সমর বিশেষজ্ঞরা।
