নয়া দিল্লি: একদিন আগেই ফের মুখ খুলেছে আরজি কর মামলায় প্রধান অভিযুক্ত। বিস্ফোরক মন্তব্য করেছেন ধৃত সিভিক ভলান্টিয়ার। সাফ বলেছেন, ‘সরকার আমাকে ফাঁসাচ্ছে। দফতর তাঁকে চুপ থাকতে বলেছিল।’ এদিকে রাজ্যে সিভিক নিয়োগ, কর্মপদ্ধতি নিয়ে আগের শুনানিতে একগুচ্ছ প্রশ্ন করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্যকে হলফনামাও দিতে বলা হয়েছিল। অবশেষে প্রতীক্ষা শেষে মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
এদিন বিকেলে সুপ্রিম কোর্টের নতুন লোগো উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠানে যোগ দিতেই রাষ্ট্রপতি ভবনে যাবেন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা। আরজি কর সংক্রান্ত মামলা আগামীকাল শুনানের জন্য স্থগিত করার সময় এ কথা জানান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
তিনটে বাজতে না বাজতেই জল্পনা বাড়ছিল। শেষ পর্যন্ত সব জল্পনায় জল। ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। সূত্রের খবর, বুধবার আরজি কর মামলা দিয়েই শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। সেক্ষেত্রে সকাল সাড়ে দশটায় শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
কলকাতা: তিলোত্তমার ঘটনার পর রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে সরব হয়েছেন চিকিৎসকদের একাংশ। এমনকী, এই নিয়ে সুপ্রিম কোর্টেও উঠেছে প্রশ্নও। নিরাপত্তা পরিকাঠামো সংক্রান্ত কাজ কতদূর এগিয়েছে তা শীর্ষ আদালতে জানাল রাজ্য সরকার।
বিস্তারিত পড়ুন: রাজ্যের মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তার কাজ কতদূর? সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য?
নিরাপত্তা পরিকাঠামো সংক্রান্ত কাজ কতদূর এগিয়েছে তা শীর্ষ আদালতে জানাল রাজ্য সরকার। সূত্রের খবর, হলফনামায় বলা হয়েছে রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা পরিকাঠামো-সহ অন্য কাজে ১২৩ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। ইতিমধ্যেই ডিউটি রুম তৈরির কাজ হয়েছে ৯৭ শতাংশ। শৌচাগার তৈরির কাজ হয়েছে ৯৫ শতাংশ।