নয়া দিল্লি: ২০২৪ সালের লোকসভার সলতে পাকাতে শুরু করল এনডিএ। ইতিমধ্য়েই এনডিএ-র ৩৯টি দলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সংসদের বাদল অধিবেশন চলাকালীন এনডিএ-র সাংসদের বিশেষ বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। সূত্রের খবর, ৩৫ থেকে ৪০ জন সাংসদদের নিয়ে একেকটি গোষ্ঠী তৈরি করা হচ্ছে। ভারতের একেকটি অঞ্চলে এনডিএ-কে জয়ী করার দায়িত্ব থাকবে তাদের। এই রকম দুটি করে গোষ্ঠী নিয়ে মোট দশটি দল তৈরি করা হচ্ছে। বাদল অধিবেশন চলাকালীন এই দশটি দলের সঙ্গেই বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৫ জুলাই থেকে এই বৈঠকগুলি শুরু হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই বৈঠকগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রথম দিন, ২৫ জুলাই, উত্তরপ্রদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। দুটি ভাগে এই বৈঠকগুলি অনুষ্ঠিত হবে। প্রথমটি হবে সন্ধ্যা সাড়ে ছটায়, অপরটি হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিটি বৈঠকে উপস্থিত থাকবেন। এই বৈঠকগুলির সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান এবং অজয় ভাটকে। বিজেপি দলের পক্ষে বৈঠকগুলি সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন, দলের সাধারণ সম্পাদক তরুণ চুগ এবং জাতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। সাংসদদের তাদের গত কয়েক বছরের কাজের রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে তারা সেইসব রিপোর্ট পেশ করবেন।
উল্লেখ্য, ১৮ জুলাই দিল্লির অশোকা হোটেলে এনডিএ জোটের ৩৯টি দলের বৈঠক হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে এনডিএ। তাদের আশা, এবারও বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরবে এনডিএ। অপরদিকে জোট বাঁধছে বিরোধীরাও। ইতিমধ্যেই এই জোটের নাম স্থির করা হয়েছে ইন্ডিয়া, অর্থাৎ, ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। আসন ভাগাভাগি নিয়ে এখনও কোনও আলোচনা না হলেও, পটনা এবং বেঙ্গালুরুতে পরপর দুটি বৈঠকে একটা আকার পেয়েছে এই জোট। সংসদের বাদল অধিবেশনেও বিরোধীদের এই ঐক্যের ছবি ধরা পড়ছে। বাদল অধিবেশনের প্রথম দিনই বিরোধী জোটের ১৫ জন নেতা সংসদে মণিপুরের হিংসা নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন।