কলকাতা: লোকসভা নির্বাচনের জন্য বাকি আর হাতে গোনা কয়েকটা দিন। ইতিমধ্য়েই ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। গোটা দেশে এ বার সাত দফায় চলবে ভোটগ্রহণ পর্ব। শুরু হবে ১৯ এপ্রিল থেকে। সপ্তম দফার ভোটগ্রহণ রয়েছে ১ জুন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এবার প্রায় ৯৭ কোটি ভোটার অংশ নেবেন গণতন্ত্রের এই মহোৎসবে। ৪ জুন হবে লোকসভা ভোটের গণনাপর্ব।
দেশের সবথেকে বড় নিউজ় নেটওয়ার্ক টিভি৯ এবং নিউজ় এগ্রিগেটর প্লাটফর্ম ডেইলিহান্ট যৌথভাবে Trust of the Nation সমীক্ষা চালাচ্ছে। গোটা দেশের আমজনতা এই সমীক্ষায় অংশ নিচ্ছেন। এই সমীক্ষায় অংশ নিতে পারেন আপনিও। নীচে এই সমীক্ষার প্রশ্ন দেওয়া হল, সেখানে ক্লিক করে আপনি নিজের উত্তর দিতে পারেন।
কোন কোন দিনে রয়েছে ভোট-গ্রহণ পর্ব?
প্রথম দফায় ভোট রয়েছে ১৯ এপ্রিল। সেদিন ১০২টি আসনে ভোটগ্রহণ হবে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট, সেদিন ৮৯টি আসনের ভোটাররা ইভিএমে নিজেদের মত জানাবেন। তৃতীয় দফার ভোট ৭ মে, ভোটগ্রহণ হবে ৯৪টি আসনে। চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে ১৩ মে, ৯৬টি আসনে। আগামী ২০ মে পঞ্চম দফায় ৪৯টি আসনের সাধারণ মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ষষ্ঠ দফার ভোট রয়েছে ২৫ মে, সেদিন ভোটগ্রহণ হবে ৫৭টি আসনে। শেষ অর্থাৎ সপ্তম দফার ভোট রয়েছে ১ জুন। সেদিনও ভোটগ্রহণ হবে ৫৭টি আসনে।
এবারের ভোটের ইস্যু
লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা ভোট, প্রতিটি নির্বাচনেই কিছু মূল ইস্যু থাকে। যেমন ১৯৭৭ সালে লোকসভা ভোটে জরুরি অবস্থা একটি গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। আবার ১৯৮৯ সালের ভোটে বড় ইস্যু হয়ে উঠেছিল বোফর্স। সেরকম এবারের লোকসভা ভোটেও বিজেপির হাতে অন্যতম বড় হাতিয়ার হল বিকশিত ভারত। অন্যদিকে বিরোধীরা সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিতে সরব হচ্ছে।
দেশে খবর-বিনোদন-ভিডিয়োর সবথেকে বড় এগ্রিগেটর ডেইলিহান্ট
ডেইলিহান্ট হল খবর, বিনোদন ও ভিডিয়োর ক্ষেত্রে দেশের সবথেকে বড় এগ্রিগেটর অ্যাপ। ডেইলিহান্টের ৩৫ কোটিরও বেশি ফলোয়ার্স রয়েছে। দেশের ১৫টি ভাষায় খবর পরিবেশন করে এই অ্যাপ, যাদের হেড অফিস বেঙ্গালুরুতে।
দেশের সবথেকে বড় নিউজ় নেটওয়ার্ক টিভি৯
টিভি৯ হল দেশের সবথেকে বড় নিউজ় নেটওয়ার্ক। টিভি৯ নেটওয়ার্ক হিন্দি, ইংরেজি, বাংলা ছাড়াও তেলুগু, তামিল, পঞ্জাবি ও গুজরাটি ভাষায় খবর ও ভিডিয়ো পরিবেশন করে। দেশের কোটি কোটি মানুষ টিভি৯-এর খবরের উপর ভরসা করেন।