নয়া দিল্লি: ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (২২ মার্চ), প্রথম কোনও বিদেশী রাষ্ট্র-প্রধান হিসেবে ভুটানের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, ‘অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো’ সম্মানে ভূষিত করা হল তাঁকে। থিম্পুতে এক অনুষ্ঠানে ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক, প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মান জানান। এই পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “এই সম্মান আমার ব্যক্তিগত অর্জন নয়। এটা ভারত এবং ভারতের ১৪০ নাগরিকের সম্মান। ভুটানের এই পবিত্র ভূমিতে সমস্ত ভারতীয়দের পক্ষ থেকে বিনীতভাবে এই সম্মান গ্রহণ করছি আমি এবং এই সম্মানের জন্য আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”
২০২১ সালেই প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মান জানানোর কথা ঘোষণা করেছিল ভুটান। সারাজীবনের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে , ‘অর্ডার অব দ্য ড্রুক গ্যালপো’ পুরস্কার দেওয়া হয়। ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান হল এই পুরস্কার। এখনও পর্যন্ত মাত্র চারজন বিশিষ্ট ব্যক্তিত্ব এই সম্মান পেয়েছেন। ২০০৮ সালে প্রথম এই পুরস্কার দেওয়া হয়। প্রথমবার এই সম্মান দেওয়া হয়েছিল, ভুটানের বর্তমান রাজার ঠাকুমা, রানী আশি কেসাং চোদেন ওয়াংচুক-কে। ওই বছরই সম্মানিত করা হয়েছিল ভুটানের ৭০তম ‘জে খেনপো’ (ভুটানের কেন্দ্রীয় মঠ কমিটির প্রধান), তেনজিন ডেনড্রুপকে। ২০১৮ সালে এই সম্মান জানানো হয়, ভুটানের বর্তমান জে খেনপো, ট্রুলকু জিগমে চোয়েড্রাকে। এবার প্রথম বিদেশি হিসেবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদী।
এর আগেও, বিদেশে বিভিন্ন সময়ে সম্মানিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ২০২০ সালে, তাঁকে ‘লিজিয়ন অব মেরিট’ পুরস্কারে সম্মানিত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। একইভাবে, ২০১৯ সালে রাশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু’ পেয়েছিলেন মোদী। ২০২৩-এ তাঁকে ‘গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার’ দিয়েছিল ফ্রান্স। এটা ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান। এছাড়া, সৌদি আরবে অর্ডার অব কিং আবদুল্লাজিজ আল সৌদ, আফগানিস্তান থেকে স্টেট অর্ডার অব গাজি আমির আমানুল্লাহ খান, প্যালেস্টাইন থেকে গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্টাইন, সংযুক্ত আরব আমিরশাহি থেকে অর্ডার অব জায়েদ, মলদ্বীপ থেকে অর্ডার অব ডিস্টিংগুইসড রুল অব ইজাজুদ্দিন, বাহারিন থেকে কিং হামাদ অর্ডার অব দ্য রেনেশাঁ, ফিজি থেকে অর্জার অব ফিজি পাপুয়া নিউগিনিতে অর্ডার অব লোগোহু এবং গ্রিস থেকে অর্ডার অব অনারের মতো সম্মান পেয়েছেন তিনি।