নয়া দিল্লি: বিহারের বিষমদ কাণ্ডের (Bihar Hooch Tragedy) উত্তাপ পৌঁছল লোকসভাতেও। এই বিষমদ কাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে পশ্চিম পঞ্চারণের বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল লোকসভায় কেন্দ্রের কাছে দাবি জানান যাতে এই ঘটনার ক্ষেত্রে পদক্ষেপ করা হয়। সঞ্জয়ের অভিযোগ, এই ঘটনায় দায়ী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তাঁর সরকার। এই পরিস্থিতি সরাসরি বিহার সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানিয়ে কেন্দ্রের কাছে আবেদন করলেন সঞ্জয়।
আজ সংসদে জ়িরো আওয়ারে বিহারের বিষমদ কাণ্ড নিয়ে সরব হন সঞ্জয় জয়সওয়াল। বিজেপি সাংসদ অভিযোগ করেন, বিহারে মদ বিক্রি নিষিদ্ধ হলেও পুলিশের মদতে সেই রাজ্যে অবাধে বিষমদ বিক্রি হচ্ছে। তাঁর আরও অভিযোগ, রাজ্যে ক্রমেই বিষমদের বিক্রি বাড়ছে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিম চম্পারণের সাংসদ দাবি করেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই নিয়ে কোনও পদক্ষেপ করছেন না।
এদিকে ঔরঙ্গাবাদের বিজেপি সাংসদ সুশীল কুমার সিং এই বিষমদ কাণ্ডকে ‘গণহত্যা’ আখ্যা দেন। তিনি বলেন, ‘বিহার সরকারের থেকে কিছু আশা করা যায় না।’ তিনি আরও বলেন, ‘এখনও পর্যন্ত এই ঘটনায় প্রায় ৩৭ জন মারা গিয়েছেন। বিহার সরকারের মদতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। প্রতিটি ঘরে বিষমদ পৌঁছে দিচ্ছে বিহার পুলিশ। এই কারণেই মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও পুলিশের মদতে মদ বিক্রি চলছে বিহারে।’ এদিকে সরণের বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডিও সংসদে দাঁড়িয়ে বিহার সরকারের সমালোচনায় সরব হন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানান যাতে অবিলম্বে এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়। তাঁর অভিযোগ, ‘বিহার সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ।’
এদিকে সঞ্জয় জয়সওয়াল সংসদে আজ অভিযোগ করেন,‘সাম্প্রতিককালে এই ধরনের ১৫টি বিষমদকাণ্ড ঘটেছে বিহারে। তবে মুখ্যমন্ত্রী বলেন যে যাঁরা মদ খাবেন তাঁরা জেলে যাবেন। অপরদিকে সেই রাজ্যেই বিষমদ বিক্রি করা ব্যক্তিকে নিজেদের প্রার্থী করে নির্বাচনে লড়াই করে শাসকদল।’ নীতীশকে আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ দাবি করেন, ‘এই ইস্যুতে বিধানসভায় যেভাবে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, তাতে মনে হচ্ছে তিনি তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমি তাই কেন্দ্রীয় সরকারকে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করার জন্য এবং বিহারের মহাগঠবন্ধন সরকারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। এই সরকার ৩৭ জনের মৃত্যুর জন্য দায়ী।’ তাঁর অভিযোগ, এই বিষমদ কেলেঙ্কারির সঙ্গে কয়েকশো কোটি টাকার লেনদেন জড়িয়ে।