Big Breaking: বহিষ্কৃত মহুয়া, এথিক্স কমিটির রিপোর্টেই মান্যতা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 08, 2023 | 3:57 PM

Cash For Query Case: এথিক্স কমিটির রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছিল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পরামর্শও দেওয়া হয়েছিল। আজ, লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটির রিপোর্ট পর্যালোচনা করে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেন।

Big Breaking: বহিষ্কৃত মহুয়া, এথিক্স কমিটির রিপোর্টেই মান্যতা
মহুয়া মৈত্র
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: খারিজ হল মহুয়া মৈত্রের সাংসদ পদ (Mahua Moitra MP Post Expulsion)। এ দিন এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হয় লোকসভায়। ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এথিক্স কমিটির রিপোর্টে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছিল। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পরামর্শও দেওয়া হয়েছিল। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লা এথিক্স কমিটির এই রিপোর্ট পর্যালোচনা করে এবং সংসদে ধ্বনি ভোটের মাধ্যমে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত গ্রহণ করেন।

এদিন দুপুরে লোকসভায় পেশ করা হয় এথিক্স কমিটির রিপোর্ট। দুপুর ২টো থেকে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শুরু হয় সংসদে। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এথিক্স কমিটির এই রিপোর্টকে অগ্রহণযোগ্য বলে দাবি করেন। সংসদে মহুয়া মৈত্রকে বলার সুযোগ দেওয়ারও দাবি করা হয়। কিন্তু লোকসভার স্পিকার ওম বিড়লা মহুয়া মৈত্রকে এদিন বলার সুযোগ দেননি।

দীর্ঘ প্রায় এক ঘণ্টার আলোচনার পর এথিক্স কমিটির সুপারিশ মেনে এবং সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সম্মতিতেই মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়।

 

Next Article