শনিবার লোকসভা ভোটের ষষ্ঠ দফা। মোট ৫৭টি আসনে ভোট হবে এদিন। ৮৮৯ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে এই দফায়। পশ্চিমবঙ্গের ৮ আসন, হরিয়ানার ১০ আসন, জম্মুকাশ্মীরের ১ আসন, ঝাড়খণ্ডের ৪ আসন, দিল্লির ৭ আসন, ওড়িশার ৬ আসন, উত্তর প্রদেশের ১৪ আসনে ভোটগ্রহণ হবে। পাশাপাশি ওড়িশার ৪২টি বিধানসভা আসনেও এদিন ভোট হবে। একাধিক হেভিওয়েট নেতার ভাগ্য পরীক্ষা এই দফায়।
ধর্মেন্দ্র প্রধান, মনোজ তিওয়ারি, কানহাইয়া কুমার, মানেকা গান্ধী, সম্বিত পাত্র, মেহবুবা মুফতি, মনোহর লাল খট্টর, নবীন জিন্দল, রাজ বব্বর, অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, বাঁশুরি স্বরাজের মতো প্রার্থীর ভাগ্য পরীক্ষা এদিন।
প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ নয়া দিল্লি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী। আম আদমি পার্টির কেকে সোমনাথ ভারতী তাঁর প্রতিদ্বন্দ্বী। ২০১৯ ও ২০১৪ সালে বিজেপি দিল্লির সবক’টি আসনেই জয়ী হয়।
উত্তর পূর্ব দিল্লিতে বিজেপির মনোজ তিওয়ারির সঙ্গে লড়াই কংগ্রেসের কানহাইয়া কুমারের। সুলতানপুর লোকসভা থেকে লড়ছেন মানেকা গান্ধী। সপার ও বসপার প্রার্থীর সঙ্গে লড়াই তাঁর। মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি থেকে লড়ছেন। পিডিপির মুখ তিনি।
কুরুক্ষেত্র থেকে লড়ছেন নবীন জিন্দল। করনাল থেকে প্রার্থী হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। পশ্চিমবঙ্গের তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হরিয়ানার গুরগাঁও থেকে কংগ্রেসের প্রার্থী রাজ বব্বর। ওড়িশার পুরী থেকে লড়ছেন সম্বিত পাত্র। ওড়িশার সম্বলপুরের প্রার্থী ধর্মেন্দ্র প্রধান।