AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Patanjali: বাজারে পতঞ্জলির নতুন পণ্য, দন্ত কান্তি গণ্ডুষ ওয়েল পুলিংয়ের গুরুত্ব বোঝালেন রামদেব

Patanjali: আচার্য বালকৃষ্ণ বলেন, "এই পণ্যটি আমাদের পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের তিন বছরের অক্লান্ত প্রচেষ্টা এবং নিষ্ঠার ফল। দন্ত কান্তি গণ্ডুষ তেল কেবল প্রতিদিনের অভ্যাস নয়, এটি চিকিৎসা বিজ্ঞানের রূপ। বর্তমান সময়ে যা প্রয়োজন।"

Patanjali: বাজারে পতঞ্জলির নতুন পণ্য, দন্ত কান্তি গণ্ডুষ ওয়েল পুলিংয়ের গুরুত্ব বোঝালেন রামদেব
| Updated on: Jul 07, 2025 | 3:58 AM
Share

হরিদ্বার: বাজারে এল পতঞ্জলির নতুন পণ্য দন্ত কান্তি গণ্ডুষ ওয়েল পুলিং। এই উপলক্ষে রবিবার এক অনুষ্ঠানে যোগগুরু রামদেব বলেন, এই প্রচেষ্টা যোগ ও আয়ুর্বেদের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক। পতঞ্জলি কেবল চিকিৎসাই নয়, সংস্কৃতি, ঐতিহ্য এবং বিজ্ঞানের সামঞ্জস্যও বিশ্বের সামনে তুলে ধরছে। তিনি বলেন, আজকাল মানুষ ভুলে গিয়েছে কীভাবে নিজের শরীরকে চালনা করতে হয় এবং কীভাবে এর সঙ্গে সহযোগিতা করতে হয়।

দন্ত কান্তি গণ্ডুষ ওয়েল পুলিংয়ের গুরুত্ব তুলে ধরে যোগগুরু রামদেব বলেন, এই দন্তচিকিৎসা পণ্যটি আমাদের বোঝায় যে ভারতের প্রাচীন সনাতন জ্ঞান আজও ততটাই প্রাসঙ্গিক, যতটা হাজার বছর আগে ছিল। পণ্যটিকে আয়ুর্বেদের হারানো দৈনন্দিনের ঐতিহ্যকে পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয় এদিনের এই অনুষ্ঠানে।

এই উপলক্ষে আচার্য বালকৃষ্ণ বলেন, “এই পণ্যটি আমাদের পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের তিন বছরের অক্লান্ত প্রচেষ্টা এবং নিষ্ঠার ফল। দন্ত কান্তি গণ্ডুষ তেল কেবল প্রতিদিনের অভ্যাস নয়, এটি চিকিৎসা বিজ্ঞানের রূপ। বর্তমান সময়ে যা প্রয়োজন।” তিনি বলেন, চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতার মতো আয়ুর্বেদের মূল গ্রন্থগুলিতে গণ্ডুষকে মুখের স্বাস্থ্যের জন্য একটি প্রধান প্রক্রিয়া হিসাবে বর্ণনা করা হয়েছে।

দন্ত কান্তি গণ্ডুষে কী মেশানো হয়?

আচার্য বালকৃষ্ণ বলেন, দন্ত কান্তি গণ্ডুষ ওয়েল পুলিংয়ে রয়েছে তুম্বুরু তেল, যা দাঁত ও মাড়িকে শক্তিশালী করে। লবঙ্গ তেল, যা দাঁতের ব্যথা থেকে মুক্তি দেয়। পুদিনা তেল, যা মুখের দুর্গন্ধ দূর করে। ইউক্যালিপটাস তেল, যা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে পূর্ণ এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। তুলসী তেল, যা ব্যাকটেরিয়ানাশক হওয়ায় দাঁতকে ক্ষয় এবং সংক্রমণ থেকে রক্ষা করে।

অনুষ্ঠানে উপস্থিত ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের উত্তরাখণ্ড শাখার সম্পাদক চিকিৎসক বিশ্বজিৎ ওয়ালিয়া বলেন, দন্ত কান্তি গণ্ডুষ ওয়েল পুলিং হল গবেষণা এবং প্রমাণ ভিত্তিক আয়ুর্বেদিক ওষুধ, যা মুখের পায়োরিয়া এবং বিভিন্ন দাঁতের রোগের ক্ষেত্রে খুবই সহায়ক। তিনি পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশনের গবেষণার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন-

এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের উত্তরাখণ্ড শাখার সভাপতি চিকিৎসক রাজীব বনশল, কোষাধ্যক্ষ চিকিৎসক বৈভব পাহওয়া, পতঞ্জলি হাসপাতালের দন্ত বিভাগের প্রধান এবং ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের হরিদ্বার শাখার সচিব চিকিৎসক কুলদীপ সিং, পতঞ্জলি রিসার্চ ইনস্টিটিউটের সহ-সভাপতি এবং বিজ্ঞানী চিকিৎসক অনুরাগ ভার্শন, ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের হরিদ্বার শাখার কোষাধ্যক্ষ চিকিৎসক গুরপ্রীত ওবেরয় এবং উত্তরাখণ্ডের অনেক বিখ্যাত দন্তচিকিৎসক উপস্থিত ছিলেন।