Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Obscenity On Road: চলন্ত স্কুটিতেই রোম্যান্স, যুবকের গালে-ঠোটে চুমু প্রেমিকার, ভিডিয়ো দেখে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

Lucknow Police: ডেপুটি কমিশনার অপর্ণা রজত কৌশিক জানান, সোশ্যাল মি়ডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, ঘটনাটি হজরতগঞ্জে ঘটেছে। 

Obscenity On Road: চলন্ত স্কুটিতেই রোম্যান্স, যুবকের গালে-ঠোটে চুমু প্রেমিকার, ভিডিয়ো দেখে হন্যে হয়ে খুঁজছে পুলিশ
ভাইরাল হওয়া ওই যুগলের প্রেম। ছবি টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2023 | 8:41 AM

লখনউ: প্রেমে হাবুডুবু খাচ্ছেন যুগল। নিজেদের ভালবাসা হাজির করতে কোনও খামতি রাখেন না তাই। তা বলে খোলা রাস্তাতে সকলের সামনেই শুরু করে দেবেন রোম্যান্স! চলন্ত বাইকে এক যুগলের ঘনিষ্ঠ হওয়ার ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। বিদেশে নয়, উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের ভিড়ে ভরা রাস্তাতেই এক যুবক-যুবতীর প্রেম ও ঘনিষ্ঠ হওয়ার ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, যুবতী পিছনে নয়, যুবকের সামনে উল্টোদিক ঘুরে বসে রয়েছেন। তার মুখ স্কুটি চালকের দিকে করা। স্কুটি চালাতে চালাতেই কখনও যুবককে জড়িয়ে ধরছেন যুবতী, কখনও আবার গালে-ঠোটে একে দিচ্ছেন চুমু। এই ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ নড়েচড়ে বসেছে। ওই যুগলের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে  পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে লখনউয়ের হজ়রতগঞ্জে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যুবক স্কুটি চালাচ্ছেন। তাঁর কোলে জড়িয়ে বসে রয়েছেন এক যুবতী। হাত-পা দিয়ে আঁকড়ে ধরে রেখেছিলেন যুবককে। ওই অবস্থাতেই জোরে স্কুটি চালাচ্ছেন যুবক, ভালবাসার প্রমাণ হিসাবে ওই যুবতী কখনও তাঁকে জড়িয়ে চুমু খাচ্ছেন, কখনও আবার যুবকের কাঁধে মাথা রাখছেন।

চলন্ত স্কুটিতে এই ‘রোম্যান্সে’র ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে লখনউ পুলিশ। লখনউ সেন্ট্রাল জ়োনের পুলিশের ডেপুটি কমিশনার অপর্ণা রজত কৌশিক জানান, সোশ্যাল মি়ডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, ঘটনাটি হজরতগঞ্জে ঘটেছে।  অভিযুক্ত ওই যুগলকে ধরার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মোটর ভেহিকেলস আইন ও প্রকাশ্যে অশালীন আচরণের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের শনাক্ত করার জন্য।