Indian Navy: চালক নেই, ক্রু নেই, সমুদ্রে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছে নৌসেনার ‘মাতঙ্গী’, ছাড়বে না শত্রুকেও
Indian Navy: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে নৌবাহিনীর 'সাগরমালা পরিক্রমা' চালু করেন। ক্রুবিহীন এই নৌকাটিও ছিল সেই কর্মসূচির মধ্যেই। মনে করা হচ্ছে, নৌবাহিনীতে নতুন শক্তি যোগাবে এই নৌকা।
নয়া দিল্লি: শত্রুপক্ষকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিরক্ষায় একের পর এক নতুন সংযোজন করছে নয়া দিল্লি। আর এবার সমুদ্রপথে কার্যত ঘটল বিপ্লব। নতুন রেকর্ড গড়ল ভারতে তৈরি ‘মাতঙ্গী’। কোনও চালক বা ক্রু ছাড়াই কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিল নৌসেরা নতুন ‘সারফেস বোট’। এই প্রথমবার ভারতে এমন নৌকা তৈরি করা হয়েছে।
৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নতুন রেকর্ড গড়েছে এই সারফেস বোট। এটি তৈরি করেছে ‘সাগর ডিফেন্স কোম্পানি’। মুম্বই থেকে তামিলনাড়ুর তুতিকোরিনের দূরত্ব অতিক্রম করতে হবে ওই নৌকাটিকে। প্রথমবারেই এটি ৬০০ কিলোমিটার অর্থাৎ প্রায় ৩৭৩ মাইল পথ যাত্রা করেছে। এই নৌকার বিশেষত্ব হল এটি চালক দিয়েও চালানো যায়, আবার চালক ছাড়াও চলতে পারে অনায়াসে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে নৌবাহিনীর ‘সাগরমালা পরিক্রমা’ চালু করেন। ক্রুবিহীন এই নৌকাটিও ছিল সেই কর্মসূচির মধ্যেই। মনে করা হচ্ছে, নৌবাহিনীতে নতুন শক্তি যোগাবে এই নৌকা। বিশেষত প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে এটি একটি অন্যতম সংযোজন।
মাতঙ্গী নামে এই নৌকা নজরদারি এবং নিরাপত্তার কাজের জন্য ব্যবহার করা হবে। এতে থাকছে অনেক ধরণের উচ্চ প্রযুক্তির সেন্সর, অস্ত্র এবং ড্রোন। এই বোটে এমন কিছু অস্ত্র স্থাপন করা হয়েছে যা কোনও অভিযানেও কাজে লাগতে পারে। প্রয়োজনে এই নৌকা শত্রুকে আক্রমণও করতে পারে। এয়ার ড্রোনের পাশাপাশি এতে সাতটি আন্ডারওয়াটার ড্রোনও রয়েছে। এয়ার ড্রোনগুলি রেঞ্জ বাড়াতে পারে সহজেই। ফলে, নজরদারিও হবে আরও সহজ।
সাগরমালা পরিক্রমার অংশ হিসেবে এই নৌকা কোনও ক্রু ছাড়াই মুম্বই থেকে তামিলনাড়ুর তুতিকোরিন পর্যন্ত ১৫০০ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করবে। প্রথম পর্যায়ে মুম্বই থেকে কারওয়ার পর্যন্ত ৬০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে এবং এখনও তুতিকোরিন পর্যন্ত আরও ১০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে।