Madhya Pradesh CM: ১০ বছর রাজনীতি করেই মুখ্যমন্ত্রী, কে এই মোহন যাদব?

Madhya Pradesh CM: নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন, শিবরাজ সিং চৌহানকেই মুখ্যমন্ত্রীর পদে রেখে দেওয়া হবে। কিন্তু, শেষ পর্যন্ত কোনও বড় নাম নয়, মধ্য প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল অনেক লো প্রোফাইল এক নেতাকে - মোহন যাদব। কে এই মোহন যাদব?

Madhya Pradesh CM: ১০ বছর রাজনীতি করেই মুখ্যমন্ত্রী, কে এই মোহন যাদব?
মোহন যাদব (ফাইল ছবি)Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 6:00 PM

ভোপাল: মধ্য প্রদেশে মুখ্যমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে বড় চমক দিল বিজেপি। গত বেশ কয়েকটি নির্বাচন, বিদায়ী মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সামনে রেখে লড়লেও, এবার নির্বাচনের আগে কোনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। বদলে, নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ প্যাটেলদের মতো কেন্দ্রীয় মন্ত্রী, কৈলাস বিজয়বর্গীয়দের মতো কেন্দ্রীয় নেতাদের নির্বাচনে প্রার্থী করা হয়েছিল। এছাড়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও মুখ্যমন্ত্রী হওযার দৌড়ে ছিলেন। তবে, নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর, রাজনৈতিক বিশ্লেষতকরা মনে করেছিলেন, শিবরাজ সিং চৌহানকেই মুখ্যমন্ত্রীর পদে রেখে দেওয়া হবে। বিশেষ করে তাঁর লাডলি-বেহনা যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলি, বিজেপির জয়ের বিশেষ ভূমিকা রেখেছে। কিন্তু, শেষ পর্যন্ত কোনও বড় নাম নয়, মধ্য প্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল অনেক লো প্রোফাইল এক নেতাকে – মোহন যাদব। কে এই মোহন যাদব? আসুন জেনে নেওয়া যাক –

সদ্য সমাপ্ত নির্বাচনে উজ্জয়িন দক্ষিণ কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হয়েছেন মোহন যাদব। কংগ্রেস প্রার্থী চেতন প্রেমনারায়ণ যাদবকে তিনি ১২,৯৪১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মোহন পেয়েছেন ৯৫,৬৯৯ ভোট। যার ফলে এই কেন্দ্র থেকে তিনি একটানা তৃতীয়বার বিধায়ক নির্বাচিত হলেন। ১৯৬৫ সালের ২৫ মার্চ উজ্জয়িনেই জন্ম হয়েছিল তাঁর। বহু বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসায়ী হিসেবেও যথেষ্ট সাফল্য পেয়েছেন।

মোহন যাদবের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ১৯৮২ সালে। বিজ্ঞান কলেজে ছাত্র রাজনীতি দিয়ে হয়েছিল হাতেখড়ি। সায়েন্স কলেজে প্রথমে যুগ্ম সম্পাদক, পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোহন যাদব। তবে, তখনও বিজেপি বা আরএসএস-এর সংস্পর্শে আসেননি তিনি। ১৯৮৪ সালে, আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যোগ দেন মোহন।

নির্বাচনী রাজনীতিতে তিনি প্রথম পা রেখেঠিলেন ২০১৩ সালে। উজ্জয়ীন দক্ষিণ কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৮ সালে ফের এই কেন্দ্র থেকেই জিতেছিলেন। তবে, সেই সময় ২ বছরের জন্য রাজ্যে সরকার গঠন করেছিল কংগ্রেস। জ্যোতিরাজিত্য সিন্ধিয়ার বিদ্রোহের ফলে, ২০২০ সালে কংগ্রেস সরকারের পতন ঘটে। শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে সরকার গঠন করেছিল বিজেপি। সেই সরকারে তাঁকে উচ্চ শিক্ষা বিভাগের মন্ত্রী করা হয়েছিল। এবার, মন্ত্রিসভার শীর্ষ পদ পেলেন তিনি। সোমবার ভোপালে বিজেপি বিধায়কদের এক বৈঠকের পরই ৫৮ বছরের মোহন যাদবকে পরবর্তী মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়।