Same Sex Couple: সমকামী যুগলকে সুরক্ষা দিতে তামিলনাড়ু সরকারকে বিশেষ পরামর্শ মাদ্রাজ হাইকোর্টের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Nov 18, 2023 | 9:44 PM

Madras High Court: সমকামীদের অধিকার সুরক্ষিত করার জন্য তামিলনাড়ু সরকারের সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়ন বিভাগকে পরামর্শ দিয়েছেন বিচারপতি ভেঙ্কটেশ। তিনি আরও জানান, যদি এলজিবিটিকিউ-দের সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে সুরক্ষা দিতে বিশেষ কোনও নীতি নির্ধারণ করা যায়, তাহলে সমাজে তাদের নিরাপত্তা ও মর্যাদা বাড়বে।

Same Sex Couple: সমকামী যুগলকে সুরক্ষা দিতে তামিলনাড়ু সরকারকে বিশেষ পরামর্শ মাদ্রাজ হাইকোর্টের
সমকামী যুগলকে সুরক্ষা দিতে বিশেষ পরামর্শ মাদ্রাজ হাইকোর্টের।
Image Credit source: TV9 Bangla

Follow Us

চেন্নাই: যুগ বদলালেও সমাজের সর্বস্তরের মানসিকতার বদল ঘটেনি। তাই আজও অনেক পরিবার সমকামীদের (Same sex relation) সম্পর্ককে মেনে নিতে পারে না। অনেক সময় পরিবারেরই হুমকি, হেনস্থার শিকার হতে হয় সমকামী যুগলকে ((Same sex Couple)। তাই এবার সমকামী যুগলকে সুরক্ষা দিতে এবং সমাজে তাদের মর্যাদা দিতে বিশেষ আইনি স্বীকৃতি দেওয়ার জন্য তামিলনাড়ু সরকারকে পরামর্শ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। অর্থাৎ সমকামী যুগল (LGBTQIA+) যাতে সামাজিক সুরক্ষা পায় এবং পারিবারিক সদস্যদের কাছে হয়রানির শিকার না হয়, তার জন্য তাদের ‘ডিড অফ ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন’- এর চুক্তির অধীনে আনার ব্যাপারে তামিলনাড়ু সরকারকে পরামর্শ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)।

‘ডিড অফ ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন’ আদতে একটি পারিবারিক চুক্তি সম্পর্কিত আইনি দলিল। এটি একটি পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করতে পারে এবং বৈষম্য দূর করে সম্পর্ককে মর্যাদা ও সম্মান দিতে পারে। যদি কেউ ওই সমকামী যুগলকে নিয়ে প্রশ্ন তোলে, তখন ওই দলিল দেখাতে পারবে ওই যুগল। এবং তাঁরা যে স্বেচ্ছায় একসঙ্গে রয়েছেন, সেটা স্পষ্ট হয়ে যাবে। একইসঙ্গে তাঁদের স্বাধীনতায় বাধা না দেওয়ার বিষয়টি নিয়েও অন্যদের কাছে বার্তা যাবে।

আদালত সূত্রে জানা গিয়েছে, এক সমকামী যুগলকে তাঁদের আত্মীয়রা নানাভাবে হেনস্থা করছিল বলে অভিযোগ। আত্মীয়দের হাত থেকে বাঁচতে সুরক্ষা চেয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয় ওই যুগল। তার পরিপ্রেক্ষিতেই সমকামী যুগলকে সমাজে ও পরিবারের মধ্যে সুরক্ষিত করার বিষয়ে তামিলনাড়ু সরকারকে পদক্ষেপ করার পরামর্শ দেয় মাদ্রাজ হাইকোর্ট। আদালতের বিচারপতি এন. আনন্দ বেঙ্কটেশ জানান, ‘ডিড অফ ফ্যামিলিয়াল অ্যাসোসিয়েশন’ LGBTQIA+ সম্প্রদায়ের সদস্যদের অধিকার রক্ষা করতে পারে এবং তারা আত্মীয়দের হেনস্থার হাত থেকে বাঁচতে পারে।

সমকামীদের অধিকার সুরক্ষিত করার জন্য তামিলনাড়ু সরকারের সমাজকল্যাণ ও নারী ক্ষমতায়ন বিভাগকে পরামর্শ দিয়েছেন বিচারপতি ভেঙ্কটেশ। তিনি আরও জানান, যদি এলজিবিটিকিউ-দের সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে সুরক্ষা দিতে বিশেষ কোনও নীতি নির্ধারণ করা যায়, তাহলে সমাজে তাদের নিরাপত্তা ও মর্যাদা বাড়বে।

Next Article