Mahakumbh Fire: মহাকুম্ভে কী ভাবে আগুন? পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থলে যোগী

Jan 19, 2025 | 9:47 PM

Mahakumbh Mela 2025 fire Update: মহাকুম্ভে হঠাৎই ছন্দপতন আগুন লাগার ঘটনায়। যদিও প্রশাসনের তৎপরতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে জানিয়েছে পুলিশও।

Mahakumbh Fire: মহাকুম্ভে কী ভাবে আগুন? পরিস্থিতি খতিয়ে দেখতে দ্রুত ঘটনাস্থলে যোগী
Image Credit source: PTI

Follow Us

উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। দেশ-বিদেশের লাখো লাখো পূন্যার্থীর সমাগম। সাধু-সন্ন্য়াসীরা রয়েছেন সেখানে। এলাহি আয়োজনও করা হয়েছে। তেমনই নিরাপত্তা ব্য়বস্থাও জোরদার। স্নান করতে গিয়ে কোনও পুণ্যার্থী যদি বিপদে পড়েন এর জন্য হাইটেক সাঁতারু, জল পুলিশের কর্মী, বিপর্যয় মোকাবিলার কর্মীরাও উপস্থিত। পাশাপাশি স্থানীয়দের থেকেও যাতে প্রতিকূল পরিস্থিতিতে সহযোগিতা পাওয়া যায় তার জন্য প্রয়োজনীয় ট্রেনিংও দেওয়া হয়েছে। মহাকুম্ভে হঠাৎই ছন্দপতন আগুন লাগার ঘটনায়। যদিও প্রশাসনের তৎপরতায় দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে গিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে জানিয়েছে পুলিশও।

কী ভাবে আগুন লাগল, এটাই বড় প্রশ্ন। প্রয়াগরাজের ডিএম রবীন্দ্র কুমার সংবাদ সংস্থা ANI-কে জানান, বিকেল সাড়ে চারটে নাগাদ সেক্টর ১৯-এ গীতা প্রেস সংলগ্ন তাঁবুতে আগুন লাগে। উত্তর প্রদেশের মন্ত্রী অরবিন্দ কুমার শর্মা বলেন, ‘মা গঙ্গা, ত্রিবেণী ও ভগবান হনুমানজির কৃপা ছিল। এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা কর্মীরা ঘটনাস্থলে তৎপর ছিল।’ পুলিশের তরফে জানানো হয়েছে, সিলিন্ডার ফেটে আগুন ধরেছে। ১৮টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় পুলিশ।

এই খবরটিও পড়ুন

প্রয়াগরাজে ১৩ জানুয়ারি শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি অবধি। ঘটনার পর শুধু আধিকারিকদের সঙ্গে কথা বলাই নয়, সরেজমিনে বিষয়টি দেখতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অ্যাডিশনাল ডিজি ভানু ভাস্কর ANI-কে বলেন, ‘আমরা ৪.০৮ নাগাদ জানতে পারি সেক্টর ১৯-এ গ্য়াস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। তড়িঘড়ি আগুন নেভানো এবং উদ্ধারকাজ শুরু হয়ে যায়। দ্রুতই পুণ্যার্থীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

Next Article