Delhi: বিয়ের কার্ড বিলি করতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, আগুনের গ্রাসে সব শেষ

Jan 19, 2025 | 8:39 PM

Delhi: অনিলের দাদা সুমিত বলেন, "বিয়ের কার্ড বিলি করার জন্য গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোয় ভাই। রাত হয়ে গেলেও ফিরে আসেনি। তাকে ফোন করি। ফোন সুইচড অফ ছিল।"

Delhi: বিয়ের কার্ড বিলি করতে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, আগুনের গ্রাসে সব শেষ
আগামী মাসেই বিয়ে হত মৃত যুবকের

Follow Us

নয়াদিল্লি: বিয়ের আর মাসখানেকও বাকি নেই। বিয়ের কার্ড আত্মীয়, বন্ধুদের বিলি করতে হবে। তাই, গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পাত্র। কিন্তু, বাড়ি ফেরা হল না তাঁর। রাস্তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গাড়িতেই পুড়ে মৃত্যু হল পাত্রের। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে দিল্লির গাজিপুরে। মৃত যুবকের নাম অনিল।

মৃত অনিলের বাড়ি গ্রেটার নয়ডার নওয়াদায়। আগামী ১৪ ফেব্রুয়ারি তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। অনিলের দাদা সুমিত বলেন, “শনিবার বিকেলে বিয়ের কার্ড বিলি করার জন্য গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরোয় ভাই। রাত হয়ে গেলেও ফিরে আসেনি। তাকে ফোন করি। ফোন সুইচড অফ ছিল। রাত সাড়ে এগারোটার আশপাশে পুলিশ আমাদের ফোন করে। জানায়, দুর্ঘটনায় ভাই আহত হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে।”

কনের ভাই যোগেশ বলেন, “আমি আর অনিল একসঙ্গে কাজ করতাম। আমার বোনের সঙ্গে ১৪ ফেব্রুয়ারি তার বিয়ে হওয়ার কথা ছিল। আমরা বুঝতে পারছি না, গাড়িতে কীভাবে আগুন লাগল।”

এই খবরটিও পড়ুন

পুলিশ জানিয়েছে, গাড়িতে কীভাবে আগুন লেগেছিল, তা এখনও স্পষ্ট নয়। গাড়িটি পুড়ে গিয়েছে। বিশেষ করে চালকের আসনের দিকটি প্রায় ছাই হয়ে গিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Next Article