Make in India: ‘আমাকে উৎসাহিত করে’, হঠাৎ করে কেন একথা বললেন অভিষেক বচ্চন?
Make in India: অভিষেক বচ্চন বলেন, "এখন বিদেশি সংস্থাগুলি ভারতে আসছে। এখানে পণ্য উৎপাদন করছে। গত ৫-৬ বছরে দেশের অর্থনৈতিক উন্নতি প্রশংসনীয়।" তিনি আরও বলেন, "মেক ইন ইন্ডিয়া আমাকে একজন অন্ত্রপ্রনর ও বিনিয়োগকারী হিসেবে উদ্দীপ্ত করে।"
মুম্বই: তিনি বলিউড অভিনেতা। তবে এখন তাঁর আরও একটি পরিচয় হয়েছে। অন্ত্রপ্রনর ও বিনিয়োগকারী। অভিনেতা ও বিনিয়োগকারী অভিষেক বচ্চন মজলেন কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে। কেন্দ্রের এই উদ্যোগ গত ৫-৬ বছরে ভারতে বাণিজ্যের অবস্থানই বদলে দিয়েছে বলে মনে করেন তিনি। তাঁরও এই অন্ত্রপ্রনরশিপ যাত্রায় মেক ইন ইন্ডিয়ার অবদান রয়েছে বলে বিশ্বাস করেন।
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েকমাসের মধ্যেই মেক ইন ইন্ডিয়ার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের সংস্থাগুলিকে তাদের পণ্য ভারতে উৎপাদনের আহ্বান জানান। সংস্থাগুলিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতে পণ্য উৎপাদন করুন এবং বিশ্বজুড়ে তা সরবরাহ করুন। দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যখন বৈঠকে বসেছেন, মেক ইন ইন্ডিয়া নিয়ে আলোচনা করেছেন মোদী। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে ভারতে বিদেশি সংস্থাগুলির বিনিয়োগ বেড়েছে। মেক ইন ইন্ডিয়ার সুফল পাওয়া যাচ্ছে।
সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে মেক ইন ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করলেন অভিষেক বচ্চন। তিনি বলেন, “এখন বিদেশি সংস্থাগুলি ভারতে আসছে। এখানে পণ্য উৎপাদন করছে। গত ৫-৬ বছরে দেশের অর্থনৈতিক উন্নতি প্রশংসনীয়।” তিনি আরও বলেন, “মেক ইন ইন্ডিয়া আমাকে একজন অন্ত্রপ্রনর ও বিনিয়োগকারী হিসেবে উদ্দীপ্ত করে। সেদিন চলে গিয়েছে, যখন আমরা নিজেদের দুর্বল ভাবতাম। আমরা এখন যা করছি, তাতে আমরা মার্কেট লিডার।”
এই খবরটিও পড়ুন
প্রসঙ্গত, অভিনেতা থেকে এখন বিভিন্ন জায়গায় বিনিয়োগকারী হয়ে উঠেছেন অভিষেক। রিয়েল এস্টেট থেকে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন। কবাডি টিম রয়েছে। ভারত ছাড়াও বিদেশি একাধিক কোম্পানিতে বিনিয়োগ করেছেন।