Budget Session 2025-26: বদলে যাবে খোলনলচে! আসন্ন বাজেট অধিবেশনে নতুন আয়কর বিল আনছে কেন্দ্র
Budget Session 2025-26: এই বিলের মূল উদ্দেশ্যে আয়কর সংক্রান্ত আইনের বিধিগুলিকে আরও সহজ করে দেওয়া। অনুমান এই নতুন আয়কর বিলের হাত ধরে কেটে যাবে সব জটিলতা। আরও সহজ হয়ে যাবে আয়কর আইন।
নয়াদিল্লি: আয়করদাতাদের জন্য সুখবর! আসন্ন বাজেট অধিবেশনেই আয়কর নিয়ে আসতে পারে বড় বদল। আয়কর আইনের নানাবিধ দিকগুলি বুঝতে আইনজীবী কিংবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের পিছনে আর করতে হবে না বাড়তি খরচ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, সাধারণের এই সমস্যার সুরাহা নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। আসন্ন বাজেট অধিবেশনেই বদলে যাবে আয়কর আইনের খোলনলচে। নতুন আয়কর বিল আনা হবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তরফে।
এই বিলের মূল উদ্দেশ্যে আয়কর সংক্রান্ত আইনের বিধিগুলিকে আরও সহজ করে দেওয়া। অনুমান এই নতুন আয়কর বিলের হাত ধরে কেটে যাবে সব জটিলতা। আরও সহজ হয়ে যাবে আয়কর আইন।
গোপন সূত্রে খবর, সংশোধনে নয় বদলে বিশ্বাস রাখে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তাই ছয় দশক পুরনো আয়কর আইনে সংশোধন আনার পরিবর্তে, চলতি বছরের বাজেট অধিবেশনে নতুন আয়কর আইন আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই সেই নতুন আয়কর বিলের খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘবাল।
পাশাপাশি, মূল্যবৃদ্ধির প্রসঙ্গে বরাবর কেন্দ্রের আয়করের হার কমানো নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। চলতি বছরে কি অবশেষে মানুষের সেই আকুতি শুনবে কেন্দ্র? আর্থিক বিশেষজ্ঞদের অনুমান, মানুষের দাবিকে হয়তো মান্যতা দিতে পারে কেন্দ্র। মূল্যবৃদ্ধিকে টপকে সাধারণের হাতে আরও একটু টাকা তুলে দেওয়া পথেই হাঁটতে পারে কেন্দ্র।
প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হতে পারে সংসদের বাজেট অধিবেশন। চলতে পারে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মাঝেই আবার পয়লা ফেব্রুয়ারি সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।