মুম্বই: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ১২ জনের। শনিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে। সে রাজ্যের ছত্রপতি শিবাজিনগর জেলায় (অতীতে অরঙ্গাবাদ) জেলায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে একটি মিনি বাস একটি কন্টেনারে ধাক্কা মারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে চলা বাসটি পিছন থেকে ধাক্কা মারে। সে সময় বাসে মোট ৩৫ জন যাত্রী ছিল। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
মহারাষ্ট্রের যে এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তা মুম্বই থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে। যাত্রীবোঝাই মিনি বাসটি বুলধানা সাইলানি বাবা দরগা থেকে ফিরছিল। নাসিক যাচ্ছিল। বিজয়পুরের কাছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি কন্টেনারে ধাক্কা মারে। এর জেরেই ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা।
ঘটনা খবর সামনে আসতেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মোদী। আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়া হবে। অন্য দিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।