ঘরে ঢুকে পড়েছে মস্ত চিতাবাঘ, মোবাইলে গেম থেকে চোখ সরিয়েই যা করল কিশোর…দেখুন ভিডিয়ো

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 07, 2024 | 8:21 AM

Leopard: বাড়ির সদর দরজা খোলা ছিল। সামনেই সোফায় বসে মোবাইলে গেম খেলছিল ১৩ বছরের কিশোর। হঠাৎ ঘরে ঢুকে পড়ল চিতাবাঘ। সোজা সে ঘরের ভিতরে চলে গেল, দরজার পাশেই যে সোফায় বসেছিল কিশোর, তা খেয়াল করেনি চিতাবাঘ। তবে মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকলেও, চিতাবাঘ যে ঘরে ঢুকে পড়েছে, তা চোখ এড়ায়নি।

ঘরে ঢুকে পড়েছে মস্ত চিতাবাঘ, মোবাইলে গেম থেকে চোখ সরিয়েই যা করল কিশোর...দেখুন ভিডিয়ো
ঘরে ঢুকছে চিতাবাঘ, দরজার সামনেই বসে কিশোর।
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: মোবাইলে গেমের নেশা খারাপ, এ কথা সবাই বলে। কিন্তু এই মোবাইলে গেম খেলা এবং উপস্থিত বুদ্ধির জেরেই রক্ষা পেল গোটা পরিবার। সাতসকালেই ঘরে ঢুকে পড়েছিল অনাহূত অতিথি। সে ঘরে ঢুকতেই টুক করে সোফা থেকে নেমে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল কিশোর। আর তাঁর এই উপস্থিত বুদ্ধিতেই প্রাণ বাঁচল গোটা পরিবারের। হাড়হিম করা এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী হয়েছিল? বাড়ির সদর দরজা খোলা ছিল। সামনেই সোফায় বসে মোবাইলে গেম খেলছিল ১৩ বছরের কিশোর। হঠাৎ ঘরে ঢুকে পড়ল চিতাবাঘ। সোজা সে ঘরের ভিতরে চলে গেল, দরজার পাশেই যে সোফায় বসেছিল কিশোর, তা খেয়াল করেনি চিতাবাঘ। তবে মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকলেও, চিতাবাঘ যে ঘরে ঢুকে পড়েছে, তা চোখ এড়ায়নি।

চিতাবাঘটি ঘরে ঢুকতেই ওই কিশোর কিন্তু ভয় পায়নি বা চিৎকার করেনি। সোফা থেকে নেমেই সে টুক করে ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ওই কিশোরই আশেপাশের লোকজনদের ঘরে চিতাবাঘ ঢুকে পড়ার খবর দেয়। আসে বন দফতরের লোকজন। জানালা দিয়ে ঘুম পাড়ানি গুলি করা হয়। চিতাবাঘটি ঘুমিয়ে পড়লে, তাকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকের মালেগাওঁ-এ। ঘরে বসানো সিসিটিভিতে চিতাবাঘ ঢুকে পড়া এবং তারপরেই কিশোরের তাৎক্ষণিক বুদ্ধি প্রয়োগের ঘটনাটি ধরা পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই সবাই কিশোরের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।

Next Article