থানে: গোটা দেশের বিভিন্ন রাজ্যে একের পর জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধারের খবর প্রতিদিনই সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই, সংশ্লিষ্ট রাজ্যের পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই আয় বা হিসেব বহির্ভূত টাকার বান্ডিল উদ্ধারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অবস্থায় মহারাষ্ট্রে কোটি কোটি টাকা উদ্ধার করল রাজ্য ক্রাইম ব্রাঞ্চের ৫ নম্বর ইউনিট। তবে মহারাষ্ট্রের থানে থেকে উদ্ধার বিপুল টাকা আসলে জাল নোট, ক্রাইম ব্রাঞ্চ সূত্রে এমনটাই জানা গিয়েছে। এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের পিছনে কোনও আন্তর্জাতিক জাল নোট পাচার চক্র বা সন্ত্রাসবাদী সংগঠনের যোগ থাকতে পারে বলে মনে করছেন ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা।
#WATCH | Maharashtra: Unit 5 of Thane Crime Branch seized fake Indian currency notes in Rs 2000 denomination with face value of Rs 8 Cr. Two people, both of them residents of Palghar, arrested. Search for other accused underway, probe initiated.
(Video: Thane Crime Branch) pic.twitter.com/DwkZcmMK7e
— ANI (@ANI) November 12, 2022
ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, থানে থেকে উদ্ধার হওয়া তাড়া তাড়া জাল নোটের বাজারমূল্য ৮ কোটি টাকা। শুক্রবার থানের ঘোড়বন্দর রোড থেকে এই বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্তকে গাইমুখ এলাকায় ঘিরে ধরেন গোয়েন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রাইম ব্রাঞ্চ আধিকারিক জানিয়েছেন ২০০০ টাকার জাল নোটের ৪০০টি বান্ডিল উদ্ধার করা হয়েছে। এই ঘটনা কাসারওয়াডাভালি থানায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে জেরা করে এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে বৃহস্পতিবার সন্ধে বেলা উত্তর প্রদেশের নয়ডাতে ২ কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার করেছে নয়ডা সেক্টর ৫৮ থানার পুলিশ। এই টাকা উদ্ধারের ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল। সূত্র মারফত পুলিশ জানতে পেরেছিলস নয়ডার সেক্টর ৫৫-তে এই টাকা পাচারের পরিকল্পনা ছিল। এমনকী এই বিপুল পরিমাণ নগদ টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করাই অভিযুক্তদের লক্ষ্য ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছিল পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই হায়দরাবাদের জুবিলি হিল এলাকার একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ বেহিসেবি টাকা উদ্ধার করেছিল ওয়েস্ট জ়োন টাস্ক ফোর্স। জানা গিয়েছে, সব মিলিয়ে মোট ৮৯ লক্ষ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল।