MP Bus Accident: বৃষ্টিভেজা রাস্তায় চাকা পিছলে ভয়ানক দুর্ঘটনা, সেতু ভেঙে নদীতে ছিটকে পড়ল সরকারি বাস, মৃত ১৩

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Jul 25, 2022 | 8:30 PM

MP Bus Accident: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের আন্তঃরাজ্য সরকারি বাস ছিল এটি। মধ্য প্রদেশের ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণের উদ্দেশে এদিন সকালেই রওনা দেয় বাসটি। ধর জেলা দিয়ে যাওয়ার সময়ই খালঘাট এলাকায় একটি সেতুতে বাসের চাকা পিছলে দুর্ঘটনাটি ঘটে।

MP Bus Accident: বৃষ্টিভেজা রাস্তায় চাকা পিছলে ভয়ানক দুর্ঘটনা, সেতু ভেঙে নদীতে ছিটকে পড়ল সরকারি বাস, মৃত ১৩
নদীতে পড়ে রয়েছে বাসটি। ছবি: টুইটার

Follow Us

ভোপাল: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। চাকা পিছলে নদীতে পড়ে গেল একটি সরকারি বাস। দুর্ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের ধর জেলায়। এদিন সকালেই নর্মদা নদীতে পড়ে যায় বাসটি। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। বাস থেকে উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের সরকারি বাস ছিল এটি। ইন্দোর থেকে পুণে যাওয়ার পথেই খালঘাট অ়্চলে একটি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসটির চাকা হড়কে যায়। যাত্রীদের নিয়ে রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে নদী থেকে বাসটি উদ্ধার করার কাজ শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের আন্তঃরাজ্য সরকারি বাস ছিল এটি। মধ্য প্রদেশের ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুণের উদ্দেশে এদিন সকালেই রওনা দেয় বাসটি। ধর জেলা দিয়ে যাওয়ার সময়ই খালঘাট এলাকায় একটি সেতুতে বাসের চাকা পিছলে দুর্ঘটনাটি ঘটে। বাসে কতজন যাত্রী ছিল, তা এখনও অবধি জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে কমপক্ষে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন। পুলিশের তরফে কমপক্ষে ১৩টি দেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। আহত অবস্থায় বাস থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।

মধ্য প্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্রও জানান, ধর জেলার খালঘাট সঞ্জয় সেতু ভেঙে একটি সরকারি বাস পড়ে গিয়েছে। দুর্ঘটনায় ১২ থেকে ১৩ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির জেরে রাস্তা পিছল ছিল। স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বা ব্রেক ফেল হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, মধ্য প্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহানও টুইটে শোক প্রকাশ করে জানিয়েছেন, দুর্ঘটনার খবর মেলার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের তরফে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। নদী থেকে বাসটি তোলা সম্ভব হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Next Article