Bhagat Singh Koshyari: ‘গুজরাটিরা যদি মুম্বই ছেড়ে দেয়…’, মহারাষ্ট্রের রাজ্যপালের মন্তব্যে নতুন বিতর্ক

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 30, 2022 | 2:24 PM

Maharashtra: কংগ্রেস নেতা সচিন সওয়ান্তও রাজ্যপালের বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে বলেন, "এটা খুবই অসহ্যকর! মহারাষ্ট্রের রাজ্যপালই রাজ্যের মানুষকে অপমান করছে।

Bhagat Singh Koshyari: গুজরাটিরা যদি মুম্বই ছেড়ে দেয়..., মহারাষ্ট্রের রাজ্যপালের মন্তব্যে নতুন বিতর্ক
ছবি: ফাইল চিত্র

Follow Us

মুম্বই: মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়াড়ির (Bhagat Singh Koshyari) মন্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কোশিয়াড়ি জানিয়েছেন, মহারাষ্ট্র, বিশেষত মুম্বই থেকে যদি গুজরাটি এবং রাজস্থানীরা চলে যান তবে, রাজ্যে কোনও টাকা পয়সা অবশিষ্ট থাকবে না। কোশিয়াড়ি জানিয়েছেন, এমনটা হলে মহারাষ্ট্র থেকে দেশের অর্থনৈতিক রাজধানীর তকমাও চলে যাবে। শুক্রবার মুম্বইয়ের অন্ধেরিতে এক অনুষ্ঠানে যোগ দিনে মহারাষ্ট্রের রাজ্যপাল বলেন, “মাঝেমধ্যেই আমি অনেককে বলি, যদি গুজরাটি ও রাজস্থানীদের মহারাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়, বিশেষত মুম্বই ও থানে থেকে, তবে এই রাজ্যে কোনও অর্থ থাকবে না। দেশের অর্থনৈতিক রাজধানীর তকমাও মহারাষ্ট্র থেকে চলে যাবে।”

রাজ্যপালের মন্তব্যের মন্তব্যের তীব্র নিন্দা করেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডকে রাজ্যপালের মন্তব্যের নিন্দা করার আবেদন জানিয়েছেন রাউত। রাজ্যপালের মন্তব্যের ভিডিয়ো শেয়ার করে টুইটে সঞ্জয় রাউত বলেন, “বিজেপি অনুমোদিত মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে মারাঠিদের অপমান করা হয়েছে। মুখ্যমন্ত্রী শিন্ডের কমপক্ষে রাজ্যপালের মন্তব্যের নিন্দা করা উচিত। মারাঠি কর্মঠ মানুষদের জন্য এটা চরম অপমানের।” উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা নেতার অভিযোগ, রাজ্যপাল মারাঠিদের ভিখারি বলছেন। রাউত বলেন, “মুখ্যমন্ত্রী শিন্ডে আপনি কী শুনছেন? আপনার মহারাষ্ট্র কোথায় আলাদা। আপনার যদি আত্ম-সম্মানবোধ থাকে তবে আপনি রাজ্যপালের পদত্যাগ দাবি করবেন।”

কংগ্রেস নেতা সচিন সওয়ান্তও রাজ্যপালের বক্তব্যের ভিডিয়ো শেয়ার করে বলেন, “এটা খুবই অসহ্যকর! মহারাষ্ট্রের রাজ্যপালই রাজ্যের মানুষকে অপমান করছে। রাজ্যপাল হিসেবে তাঁর সময়সীমায় পদের শুধুমাত্র অপমান হয়নি বরং মহারাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় হয়েছে। এমনকী প্রতিনিয়ত মহারাষ্ট্রকে অপমান করা হচ্ছে।” শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী রাজ্যপালের ‘ক্ষমা প্রার্থনা’-র দাবিতে সরব হয়েছেন। অন্যদিকে রাজ্যপাল কোশিয়াড়ি আত্মপক্ষ সমর্থনে বিবৃতি জারি করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্যের মানুষের ভাবাবেগে আঘাত অথবা তাদের অপমান করার জন্য উদ্দেশ্য নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। রাজ্যপালের দাবি, মহারাষ্ট্র গঠনে গুজরাট ও রাজস্থান নিবাসীদের অবদানের কথা মনে করাতেই তিনি এই কথা বলেছেন।

Next Article