মুম্বই: অফিসে খুব চাপ। এদিকে বাড়িতেও তুমুল অশান্তি স্ত্রীর সঙ্গে। রাগের মাথায় স্ত্রীকেই খুন করে বসলেন স্বামী। খুনের পরে বাড়িতেই স্ত্রীর দেহ রেখে অফিসও চলে গেলেন স্বামী। সারাদিন অফিস করার পর বাড়ি ফিরে নিজেই আবার পুলিশকে ফোন করলেন এবং স্ত্রীকে খুন করার কথাও স্বীকার করে নিলেন। গোটা ঘটনায় হতভম্ব পুলিশ। ইতিমধ্য়েই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের পালঘর জেলায়। নালাসোপারা অঞ্চলের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে গলা টিপে খুন করেন। এরপরে দেহ ফেলে রেখে তিনি অফিসে চলে যান। সারাদিন অফিস করার পর তিনি বাড়ি ফিরে এসে পুলিশকে ফোন করে খুনের কথা জানান এবং আত্মসমর্পণ করতে চান। এরপরই পুলিশ এসে তাঁকে গ্রেফতার করেন।
পুলিশি জেরায় জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির সন্দেহ ছিল, তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে প্রায়দিনই তাঁদের মধ্যে বচসা চলত। সোমবার ভোরবেলাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল বচসা শুরু হয়। রাগের বশে ওই ব্যক্তি তাঁর স্ত্রীর গলা টিপে ধরেন। শ্বাসরোধ করে খুন করেন স্ত্রীকে। এদিকে, অফিসে যাওয়ার তাড়া থাকায় তিনি বাড়িতে দেহ ফেলে রেখে অফিসে চলে যান। অফিসে দিনভর কাজ করার পর তিনি সন্ধেয় বাড়ি ফিরে আসেন। এরপরই হুঁশ ফেরে যে স্ত্রীকে খুন করেছেন তিনি। দেহ লোপাট করার কোনও উপায় না পেয়ে ওই ব্যক্তি নিজেই থানায় ফোন করেন এবং পুলিশকে স্ত্রীকে খুন করার কথা জানান। ফোন পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার করা হয় ওই মহিলার দেহ। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। কী উদ্দেশে স্ত্রীকে খুন করেছেন, খুনের পিছনে অন্য় কোনও কারণ রয়েছেন কি না, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।