মুম্বই: আগের মতো আর ভালবাসে না স্ত্রী। মনে সন্দেহ জেগেছিল, নিশ্চয়ই পরপুরুষের সঙ্গে স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে। অন্য কেউ যাতে স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন না করতে পারে, তার জন্য স্ত্রীর যৌনাঙ্গ চিড়ে, তাতে পেরেকে গেঁথে, তালা ঝুলিয়ে দিলেন স্বামী!
নৃশংস এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিন্চওয়াদে। বছর তিরিশের এক নেপালী যুবক তাঁর স্ত্রীর উপরে এমন পৌশাচিক অত্যাচার করে, তাও শুধুমাত্র সন্দেহের বশে। ২৮ বছরের ওই যুবতীর অবস্থা সঙ্কটজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ওয়াচম্যানের কাজ করেন। তাঁর স্ত্রী গৃহবধূ। রাতে বাড়িতে না থাকায়, যুবকের সন্দেহ ছিল স্ত্রীর অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। গত ১১ মে এই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্য়ে বচসা বাধে। স্ত্রীর হাত-পা বেঁধে অভিযুক্ত যুবক প্রথমে ব্লেড দিয়ে স্ত্রীর গোপনাঙ্গে দুটি ফুটো করে। এর মধ্যে ঢুকিয়ে দেয় লোহার পেরেক। এর উপরে তালা ঝুলিয়ে লক করে দেয়।
এত কিছুর পরও থামেনি যুবক। স্ত্রী যখন মেঝেতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, গোটা ঘর রক্তে ভাসছে, তখনও মারধর, যৌন নির্যাতন চালিয়ে যায় যুবক। পরে যুবতীর আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তারাই যুবতীকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই যুবতী। তাঁর অবস্থা সঙ্কটজনক।
যুবতীর বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে কড়া শাস্তি দেওয়া হবে বলেই আশ্বাস দিয়েছে পুলিশ।