Bangla NewsIndia Maharashtra: Two Storey Building Collapses in Bhiwandi; many People Feared Trapped
Building Collapse: মহারাষ্ট্রে ভেঙে পড়ল দোতলা বাড়ি, ভগ্নস্তূপে আটকে বেশ কয়েকটি পরিবার
Maharashtra: দোতলা বাড়ি ভেঙে পড়ায় বেশ কয়েক জন ভগ্নস্তূপে আটকে রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। এবং উদ্ধার কাজ শুরু করেছেন।
ভেঙে পড়া বাড়ি। ছবি-এএনআই।
Follow Us
ভিয়ান্ডি: মহারাষ্ট্রে ভিয়ান্ডি এলাকায় শনিবার দুপুরে ভেঙে পড়ল বাড়ি। দোতলা বাড়ি ভেঙে পড়ায় বেশ কয়েক জন ভগ্নস্তূপে আটকে রয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। উদ্ধারকারী দলের সদস্যরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সেখানে। এবং উদ্ধার কাজ শুরু করেছেন।