Maharashtra Woman: সামান্য জলের জন্য মারাত্মক ঝুঁকি নিলেন এক মহিলা! ভিডিয়ো না দেখলে বিশ্বাস করবেন না
maharashtra women: পরিষ্কার পানীয় জলের জন্য এক মহিলা জীবনের এমন ঝুঁকি নিয়েছেন যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা পানীয় জলের জন্য জীবনে ঝুঁকি নিয়ে প্রায় শুকিয়ে যাওয়া একটি কুয়োতে নেমেছেন।
নাসিক: জলই জীবন, এই কথা সকলেই জানেন। জল ছাড়া প্রাণের কোনও অস্তিত্বই নেই। তবে মনুষ্যজাতি যেভাবে জলের অপব্যবহার করে, তাতে আগামী দিনে জল নিয়ে সঙ্কট দেখা যেতে পারেই বলেই মনে করেন বিজ্ঞানীদের একাংশ। সবে দেশের গরম পড়তে শুরু করেছে। গরমকাল এলেই দেশের বিস্তীর্ণ অংশে জলের সঙ্কট (Water Crisis) দেখা যায়। এমনকী অনেক রাজ্যে খরা পরিস্থিতিও দেখা যায়। গরমকালে যখন জলের সঙ্কট তীব্র হয় তখন গ্রামীণ ভারতে অনেকেই সামন্য জল জোগাড়ের জন্য জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা বোধ করেন না। সম্প্রতি এমনই এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে। সেই ভিডিয়ো জলের সঙ্কটের ছবিটা অনেকটাই স্পষ্ট করে দিয়েছে। আমাদের যাদের বাড়িতে জলের জোগান পর্যাপ্ত, পানীয় জলের জন্য কোনও কষ্ট করতে হয় না অথবা খুব সহজেই আমরা জল অপচয় করি, এই ভিডিয়োটি দেখলে জল অপচয় করার আগে একবার নিশ্চয়ই ভাবতে বাধ্য হব।
यह तस्वीर महाराष्ट्र के त्रयम्बकेश्वर के पास मेटघर गाँव की है…पीने के लिए पानी नहीं है, महिलाएं अपनी जान जोखिम में डाल पानी भर रही हैं.. यह सब 2022 में हो रहा है!केंद्र बनाम राज्य, हिन्दू मुस्लिम और ईडी-CBI जैसे बड़े मुद्दों के बीच महाराष्ट्र के ऐसे मूलभूत मुद्दे खो गए हैं.. pic.twitter.com/StZI95wKWD
— sohit mishra (@sohitmishra99) April 6, 2022
পরিষ্কার পানীয় জলের জন্য এক মহিলা জীবনের এমন ঝুঁকি নিয়েছেন যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক মহিলা পানীয় জলের জন্য জীবনে ঝুঁকি নিয়ে প্রায় শুকিয়ে যাওয়া একটি কুয়োতে নেমেছেন। ঘটনাটি মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর জেলার মেটঘর গ্রামের। জানা গিয়েছে ওই গ্রামটিতে পানীয় জলের এতটাই অভাব যে সেখানকার মহিলারা এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে কুয়োতে নেমে প্রয়োজনীয় জল তুলে নিয়ে যায়।
মহারাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ চলছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে এপ্রিল মাসের ১০ তারিখ অবধি বিদর্ভের বিচ্ছিন্ন এলাকাতে এই ধরনের তাপপ্রবাহ চলবে। পুনে আবহাওয়া বিভাগের প্রধান কে এস হোসালিকার বুধবার টুইট করে জানিয়েছেন, “আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও মধ্য মহারাষ্ট্র ও বিদর্ভের বিস্তীর্ণ এলাকাতে তাপপ্রবাহ চলবে।” আবহওয়া দফতর জানিয়েছে, এই তাপপ্রবাহের ফলে রাজ্যের সামগ্রিক তাপমাত্রা বৃদ্ধি পাবে। দিনের বেলায় তাপমাত্র ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। পাহাড়ি এলাকাতে তাপমাত্র ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
আরও পড়ুন Forbes Richest List: বিশ্বের সেরা ধনীদের তালিকা প্রকাশ ফোর্বসের! কত নম্বরে আছেন অম্বানী-আদানি?