পুণে: কাটারি হাতে নিয়ে ঘুরছে কয়েক জন যুবক। রাস্তা দিয়ে যাওয়ার সময় হাতের কাছে যা যানবাহন পাচ্ছে তা ভেঙে দিচ্ছে। দোকানে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। বাধা দিতে গেলে কাটারি উচিতে মারতে আসছেন। সম্প্রতি এ রকম ঘটনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে মহারাষ্ট্রে। সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল মহারাষ্ট্রের পুণের পিম্প্রি ছিনছাড় এলাকায়। সেখানে ৬ জন সদস্যের ‘কাটারি গ্যাং’ একটি ওষুধের দোকানে হামলা চালায়। সেই ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে আতকে উঠছেন নেটিজেনরা।
ভিডিয়োয় দেখা গিয়েছে, ৬ জন হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন পুণের ওই ওষুধের দোকানে। তাদের সকলের হাতেই রয়েছে কাটারি। দোকানে তখন তিন জন কর্মী ছিল। ভয়ে তারা সরে ভিতরে গিয়ে দাঁড়ালেন। কাটারি গ্যাঙের সদস্যরা দোকানে ঢুকেই কাটারি উচিয়ে ভয় দেখাতে লাগল। দোকানের শোকেস ভাঙা শুরু করল। এক কর্মী বাধা দিতে আসায় তার দিকে কাটারি চালালো দুজন। সে সরে পালাচ্ছে, আর ছুটে দিয়ে তাঁর গায়ে কাটারি দিয়ে মারার চেষ্টা করছে দুষ্কৃতীরা। এর পর বাকি দুষ্কৃতীরা দোকানের কাঁচের শোকেসে এলোপাথাড়ি কাটারি চালিয়ে ভেঙে দিলেন। জানা গিয়েছে, দোকান থেকে বেরিয়ে ওই গ্যাং কমলানগর এলাকায় দাঁড় করিয়ে থাকা বেশ কয়েকটি বাইক, গাড়িতে ভাঙচুর চালিয়েছে।
?️ #Koyta #gang #terror in #Pimpri.
We can see how the owner of the #medicalstore was #attacked and #vandalized the #shop.
They were also seen vandalizing several #vehicles in the area on Friday and Saturday #midnight.
The entire #incident has been caught on #CCTV. pic.twitter.com/AY1Rts3hva
— TodaysVoice24News, Sayed Imran – Editor (@todaysvoice24nz) April 29, 2023
জানা গিয়েছে, গত ৪ মাসে মহারাষ্ট্রে ১০০টি বেশি এই ধরনের ঘটনা ঘটেছে। প্রত্যেক ঘটনার পিছনেই রয়েছে ধারালো অস্ত্রধারী দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা এই দু্ষ্কৃতী দলকে ‘কাটারি গ্যাং’ বলে ডাকছেন। ঘটনা নিয়ে সম্প্রতি উত্তাল হয়েছে মহারাষ্ট্র বিধানসভা। সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই গ্যাঙের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল পুলিশকে। কিন্তু তা সত্ত্বেও কমেনি তাণ্ডব।