নয়া দিল্লি: তাঁর অনুমতি ছাড়াই দিল্লির বাসভবনের সামনে টহল দিচ্ছেন তিন সশস্ত্র বিএসএফ জওয়ান। তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করে দিল্লি পুলিশকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। দিল্লি পুলিশ কমিশনারের কাছে মহুয়ার আর্জি, এই নিরাপত্তারক্ষীদের অবিলম্বে প্রত্যাহার করা হোক।
গত সোমবার সংসদে প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে মহুয়ার মন্তব্যে তীব্র শোরগোল শুরু হয় সারা দেশে। সেই উত্তাপ মিটতে না মিটতেই ফের শিরোনামে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। এবার পরোক্ষে তাঁর উপর কেন্দ্রীয় নজরদারির অভিযোগ তুললেন তিনি। দিল্লি পুলিশের কাছে মহুয়ার অভিযোগ, কোনওরকম অনুমতি ছাড়াই তাঁর বাসভবনের বাইরে তিন অফিসারকে মোতায়েন করা হয়েছে। মহুয়ার অভিযোগ, তাঁর গতিবিধির উপর নজরদারি করা হচ্ছে।
Sirs- I request you to kindly remove the personnel immediately@CPDelhi, @cp_delhi , @barakhamba pic.twitter.com/INWGnVLv9F
— Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2021
অবিলম্বে ওই নিরাপত্তারক্ষীদের সরানোর আবেদন করে দিল্লি পুলিশকে তিনি লেখেন, আমার মনে হচ্ছে, কারও নজরদারির মধ্য়ে রয়েছি। বরাখাম্বা রোড পুলিশ স্টেশন এবং দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তবকে লেখা চিঠিতে মহুয়া জানান, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্য়ায় তাঁর বাসভবনে যান বরাখাম্বা পুলিশ স্টেশনের এসএইচও। এবং তাঁর কিছুক্ষণের মধ্যেই তিন সশস্ত্র বিএসএফ জওয়ান মোতায়েন করা হয় তাঁর বাসভবনের বাইরে। কিন্তু তিনি কোনও নিরাপত্তা চাননি বলেই দাবি মহুয়ার।
আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে …
চিঠিতে তৃণমূল সাংসদ লেখেন, এই জওয়ানদের কাজকর্ম দেখে তাঁর মনে হয়েছে যে, তাঁর আসা-যাওয়ার উপর নজরদারি করা হচ্ছে। দিল্লি পুলিশকে তিনি নাগরিকের গোপনীয়তার অধিকারের কথা মনে করিয়ে দিতে চেয়ে লেখেন, দেশের আর পাঁচটা সাধারণ মানুষের মতোই থাকতে চান তিনি। কোনওরকম নিরাপত্তার প্রয়োজন নেই তাঁর। তাই অবিলম্বে যেন এই নিরাপত্তারক্ষীদের প্রত্যাহার করা হয়, আবেদন মহুয়ার।
কয়েক ঘণ্টা আগে এক টুইটে এই নিরাপত্তারক্ষীদের ছবি পোস্ট করে মহুয়া লেখেন, ‘আমি এক সাধারণ নাগরিক। মানুষই আমাকে নিরাপত্তা দেবেন।’ সেই টুইটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করেন তৃণমূল সাংসদ। এরপরেই লিখিতভাবে দিল্লি পুলিশের অভিযোগ জানালেন তিনি।
3 BSF men w/ assault rifles outside my home. Say they are from Barakhamba Road police station for my “protection”. Still outside my home.
Am a free citizen of India – people will protect me.Request Honb’le HM @AmitShah Ji & @HMOIndia to remove immediately pic.twitter.com/7nQLy323Xv
— Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2021
অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে সংসদে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে বুধবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেয় বিজেপি। তৃণমূল সাংসদের ওই মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হলেও বিজেপির দাবি, মহুয়াকে অপসারিত করা হোক। এই প্রেক্ষিতে তাঁর উপর পুলিশি নজরদারির অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এর মধ্যে সংবাদ সংস্থা এএনআই-কে মহুয়া বলেন, আমার জন্য ব্যয় বৃদ্ধির কোনও প্রয়োজন নেই সরকারে।
Our brave young men sign up for the BSF to guard India’s borders – using them for durwan duty outside my home is a bit silly, isn’t it, @CPDelhi , @MHAIndia pic.twitter.com/LViFEu2HOt
— Mahua Moitra (@MahuaMoitra) February 13, 2021
বাসভবনের বাইরের ছবি দিয়ে মহুয়ার কটাক্ষ, বিএসএফের কাজ সীমান্ত রক্ষা করা। তাঁদের দিয়ে আমার বাড়ির দারোয়ানের কাজ করানো লজ্জার বিষয় নয় কি? দিল্লি পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে উদ্ধৃত করে টুইট মহুয়ার।