মুম্বই: আর কয়েক মুহূর্ত দেরী হলেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর দুর্ঘটনা। রেলের কর্মীর সতর্কতাতেই এড়ানো গেল বড় দুর্ঘটনা। শুক্রবার মহারাষ্ট্রের পিম্পরি-চিন্চওয়াদের রেললাইনের উপরেই পড়ে ছিল বড় বড় বোল্ডার। এদিকে ওই ট্রাক দিয়েই আসছিল এক্সপ্রেস ট্রেন। সঠিক সময়ে রেলের এক কর্মী দেখতে পেয়েই খবর দেন পোস্ট অফিসে। দ্রুত সরানো হয় ওই বোল্ডার। এড়ানো যায় বিপদ। যদি সঠিক সময়ে সতর্ক না করা হত, তাহলে লাইনচ্য়ুত হতে পারত ট্রেনটি।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের পিম্পরি-চিন্চওয়াদে এই ঘটনাটি ঘটে। পুণেগামী একটি ট্রেন আপ লাইনে আসছিল। সেই সময়ই হঠাৎ রেলের গার্ড সন্দীপ ভালেরাও দেখতে পান যে রেললাইনের উপরে বেশ কিছু বোল্ডার পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তিনি চিন্চওয়াদের স্টেশন মাস্টারকে খবর দেন।
VIDEO | A major incident was averted yesterday after the railway staff noticed a few boulders kept on track in Maharashtra’s Pimpri-Chinchwad. “Our staff noticed boulders kept on the track at five points and informed the station master after which they were removed. Further probe… pic.twitter.com/i5JZIpYxZR
— Press Trust of India (@PTI_News) October 7, 2023
খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই লোকাল ট্রেনের চালককে সতর্ক করা হয়। নাগেরকোলি-মুম্বই এক্সপ্রেস ট্রেনটি চিন্চওয়াদের কাছে দাঁড়িয়ে যায়। অন্যদিকে, রেললাইনের ওই জায়গায় আধিকারিক ও কর্মীরাও যান এবং বোল্ডারগুলি সরানোর কাজ শুরু করেন। ঘণ্টাখানেক পরে ওই লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়।
রেলের এক শীর্ষ অধিকর্তা জানিয়েছেন, যদি সঠিক সময়ে গার্ড খবর না দিতেন, তবে বড় মাপের দুর্ঘটনা ঘটতে পারত। কীভাবে রেললাইনের উপরে এতগুলি বোল্ডার এল, তাও খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও নাশকতার ছক ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
সেন্ট্রাল রেলওয়ের সিপিআরও শিবাজি মানাপুরে জানান, খবর পেয়েই একটি পেট্রোলিং টিম ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায়, ১০ থেকে ২০ মিটারের দূরত্বে ৫ জায়গায় বোল্ডার রাখা ছিল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবেই ওই বোল্ডারগুলি রাখা হয়েছিল। মনে করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যেই এই কাণ্ড ঘটানো হয়েছিল। গার্ড সঠিক সময়ে সতর্ক করায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ইতিমধ্যেই প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টাও করা হচ্ছে।