নয়া দিল্লি: ফের মর্মান্তিক দুর্ঘটনা। ভয়ঙ্কর সংঘর্ষ হল দুটি ট্রাকের মধ্যে। মৃত্যু হল কমপক্ষে চারজনের। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। বুধবার মধ্য রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির আলিপুরের জিটি কার্নাল রোডে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে উল্টোদিকের লেনে চলে আসে এবং মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রাকের।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রাকের মধ্যে একটি ট্রাকে কানওয়ার যাত্রার জন্য পুণ্যার্থীরা হরিদ্বারে যাচ্ছিলেন। ট্রাকে কমপক্ষে ২০ জন যাত্রী ছিলেন। উত্তর দিল্লির কাছে হঠাৎ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। সেখানেও থামেনি ট্রাকটি। উল্টোদিক থেকে আসা কানওয়ার যাত্রীদের ট্রাকে ধাক্কা মারে অপর ট্রাকটি।
সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে দুমড়ে মুচড়ে যায় দুটি ট্রাকই। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত হন আরও ১৫ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে। ঘাতক ট্রাকটির চালক পলাতক। তাঁকে গ্রেফতার করার জন্য তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।