Earthquake: মাঝরাতে তীব্র ভূমিকম্প রাজধানীতে, কাঁপল কলকাতাও

Kaamalesh Chowdhury | Edited By: Soumya Saha

Nov 04, 2023 | 12:08 AM

Earthquake: শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় দিল্লি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়। কম্পনের তীব্রতা ছিল ৬.৪। কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও।

Earthquake: মাঝরাতে তীব্র ভূমিকম্প রাজধানীতে, কাঁপল কলকাতাও
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: মাঝ রাতে তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল রাজধানী। শুক্রবার রাত ১১টা ৪০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় দিল্লি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়। কম্পনের তীব্রতা ছিল ৬.৪। কম্পন অনুভূত হয়েছে শহর কলকাতাতেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে, লখনৌ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে। নেপালের ভূমিকম্পে কাঁপল কলকাতা, দিল্লি-সহ ভারতের একাধিক শহর। ভূমিকম্পের অভিকেন্দ্র মাটি থেকে ১০ কিলোমিটার নীচে।

রাতে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বিভিন্ন বহুতলগুলিতে কম্পন টের পাওয়া গিয়েছে। ঘরের ভিতরের বিভিন্ন জিনিসপত্রও কাঁপতে দেখা গিয়েছে। হঠাৎ করে এই কলকাতার শহরে এই মৃদু কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসীদের অনেকে।

নেপালের ভূমিকম্পে কেঁপে উঠেছে বিহারের বিস্তীর্ণ অঞ্চলও। পটনায় ভূমিকম্প টের পেয়েই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিলেন আতঙ্কিত সাধারণ মানুষজন। ঘরের সিলিং ফ্যান থেকে শুরু করে খাট, বিছানা সব কেঁপে উঠেছিল বলে জানাচ্ছেন তাঁরা। হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে।

নয়ডার বিভিন্ন বহুতলগুলিতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এক ব্যক্তি জানাচ্ছেন, তিনি রাতে বাড়িতে বসে টিভি দেখছিলেন। হঠাৎ, তাঁর চক্কর লাগতে শুরু করে। প্রথমে ভেবেছিলেন মাথা ঘুরছে। আকস্মিকতা কাটিয়ে উঠতেই বাড়ির বাইরে হইচই শুনতে পান। লোকজন ভয়ে চিৎকার করছিল বলে জানাচ্ছেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।

উল্লেখ্য, কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূমে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের উৎসস্থল ছিল ঝাড়খণ্ডের দুুমকা। বীরভূমের সিউড়ি-সহ বেশ কিছু এলাকা কেঁপে উঠেছিল ঝাড়খণ্ডের ওই ভূমিকম্পে।

Next Article