পুনে: বর্ষা মানেই মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গির প্রকোপ। প্রতি বছর ম্যালেরিয়া, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। এবার ম্যালেরিয়া নিয়ে দুশ্চিন্তা কাটতে চলেছে। বিশেষত, শিশুদের নিয়ে চিন্তা কাটতে চলেছে। শীঘ্রই বাজারে আসতে চলেছে ম্যালেরিয়ার আরও একটি ভ্যাকসিন (Malaria vaccine)। সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও সিরাম ইনস্টিটিউটের যৌথ সহযোগিতায় নির্মিত ম্যালেরিয়া ভ্যাকসিন R21/Matrix-M-এর অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এটি শিশুদের উপর প্রয়োগ করা যাবে।
ম্যালেরিয়া ভ্যাকসিনে ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রাক-ক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল ট্রায়াল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ম্যালেরিয়া ভ্যাকসিন R21/Matrix-M-এ ছাড়পত্র দেওয়া হয়েছে। এটি বিশ্বে ম্যালেরিয়ার দ্বিতীয় টিকা। বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকার নাম ছিল, RTS,S। তবে দ্বিতীয় টিকাটি শিশুদের উপরে প্রয়োগ করার ছাড়পত্র দিয়েছে হু।
দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে ম্যালেরিয়ায় বহু মানুষের মৃত্যু হয়। ফলে দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে এই ভ্যাকসিন বিশেষ কাজ দেবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ঘানা, নাইজেরিয়া ও বুরকিনা ফাসোতেও অনুমোদন পেয়েছে সিরাম ইনস্টিটিউটের তৈরি ম্যালেরিয়ার দ্বিতীয় টিকাটি। আগামী বছরের গোড়া থেকেই এই দেশগুলি এবং ব্রিটেনে এই ভ্যাকসিন ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে।
সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা বলেন, “দীর্ঘ সময় ধরে বিশ্বজুড়ে ম্যালেরিয়া কোটি কোটি মানুষের কাছে ত্রাস হয়ে দাঁড়িয়েছে। এবার এই ভ্যাকসিনের অনুমোদন ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ের একটি বড় মাইলফলক হল।”