AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mallikarjun Kharge: আজ থেকে কংগ্রেস সভাপতি হিসাবে যাত্রা শুরু মল্লিকার্জুন খাড়্গের, শপথ গ্রহণে হাজির থাকবে গোটা গান্ধী পরিবার

Congress President: শুধু গান্ধী পরিবারই নয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, কংগ্রেস সাংসদ, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিরা, প্রাক্তন মুখ্য়মন্ত্রী, রাজ্য় সভাপতিরাও। ইতিমধ্যেই জয়রাম রমেশ সকলকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। 

Mallikarjun Kharge: আজ থেকে কংগ্রেস সভাপতি হিসাবে যাত্রা শুরু মল্লিকার্জুন খাড়্গের, শপথ গ্রহণে হাজির থাকবে গোটা গান্ধী পরিবার
আজ শপথ নেবেন মল্লিকার্জুন খাড়্গে।
| Edited By: | Updated on: Oct 26, 2022 | 7:54 AM
Share

নয়া দিল্লি: কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী থারুরকে হারিয়ে সাত হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন মল্লিকার্জুন খাড়্গে। আজ, বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের জাতীয় সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। মল্লিকার্জুন খাড়্গের এই শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর পাশে থাকবেন দলনেত্রী সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী। ভারত জোড়ো যাত্রা স্থগিত রেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাহুল গান্ধীও। দীর্ঘ ২৪ পর অ-গান্ধী কোনও মুখ কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ১১টা থেকে ১২টার মধ্যেই কংগ্রেস সভাপতির শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। মল্লিকার্জুন খাড়্গেকে সমর্থন জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গান্ধী পরিবারের সদস্যরা। দলনেত্রী সনিয়া গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর উপস্থিতির কথা নির্বাচনের ফলঘোষণার দিনই জানা গিয়েছিল। পরে জানা যায়, প্রবীণ নেতা খাড়্গের কংগ্রেস সভাপতি হিসাবে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও।

ভারত জোড়ো যাত্রা নিয়েই রাহিল গান্ধী ব্যস্ত থাকলেও, শুধুমাত্র মল্লিকার্জুন খাড়্গের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষেই তিনি দিল্লিতে আসছেন। দীপাবলি উপলক্ষ্যে ২৪ থেকে ২৬ অক্টোবর স্থগিত রাখা হয়েছে ভারত জোড়ো যাত্রা। সেই ফাঁকেই কংগ্রেস সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাহুল। অনুষ্ঠান শেষের পর আজ রাতেই ফের তেলঙ্গনায় ফিরে যাবেন রীহুল। ২৭ অক্টোবর সেখান থেকেই পুনরায় শুরু হবে ভারত জোড়ো যাত্রা।

শুধু গান্ধী পরিবারই নয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, কংগ্রেস সাংসদ, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিরা, প্রাক্তন মুখ্য়মন্ত্রী, রাজ্য় সভাপতিরাও। ইতিমধ্যেই জয়রাম রমেশ সকলকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

গত ১৭ অক্টোবরই কংগ্রেস সভাপতি নির্বাচনে তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুরকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন মল্লিকার্জুন খাড়্গে। তিনি ভোট পেয়েছিলেন ৭৮৯৭টি, সেখানেই থারুর ভোট পেয়েছিলেন ১০৭২টি। বিগত পাঁচ দশকে দ্বিতীয় দলিত সভাপতি হচ্ছেন মল্লিকার্জুন খাড়্গে।