গুজরাটে ৫০ টি জায়ান্ট স্ক্রিনে চলবে মমতার ভাষণ, ২১-এর বার্তা শুনবে ৭ রাজ্য

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 17, 2021 | 11:56 PM

Mamata Banerjee: গুজরাটে মমতার ভাষণ সম্প্রচার উপলক্ষে ইতিমধ্যেই গুজরাটিতেও প্রচার শুরু করেছে তৃণমূল।

গুজরাটে ৫০ টি জায়ান্ট স্ক্রিনে চলবে মমতার ভাষণ, ২১-এর বার্তা শুনবে ৭ রাজ্য
গুজরাটিতে ২১ জুলাইয়ের প্রচার তৃণমূলের

Follow Us

কলকাতা: পাখির চোখ দিল্লি। টার্গেট ইতিমধ্যেই স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যে পৌঁছনর প্রথম পদক্ষেপ আগামী ২১ জুলাই থেকেই শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু সমাবেশ ভার্চুয়াল, তাই গোটা দেশে নিজের দলনেত্রীর বার্তা পৌঁছে দিতে বিরাট উদ্যোগ নিয়েছে ঘাসফুল। একাধিক রাজ্যে যে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মমতার ভাষণ শোনানো হবে, সে কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। তবে এ বার স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোন কোন রাজ্যের ভাষণ তৃণমূল নেত্রীর ভাষণ শুনতে পাবেন।

তালিকায় সবার প্রথমেই নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের। সূত্রের খবর, গুজরাটের ৩২ টি জেলায় মোট ৫০ টি জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মমতার ভাষণ শোনানো হবে। জায়ান্ট স্ক্রিন লাগানো হবে দিল্লিতে। এর পাশাপাশি যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশের একাধিক জেলাতেও জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। একই আয়োজন থাকছে তামিলনাড়ু, পঞ্জাব এবং ঝাড়খণ্ডেও। এ ছাড়া উত্তর-পূর্বের দুই রাজ্য অসম ও ত্রিপুরা যে এই ব্যবস্থা থাকছে তা আগেই জানানো হয়েছিল তৃণমূল সূত্রে। ফলে সবমিলিয়ে অন্তত ৬ থেকে ৭ টি রাজ্য যে মমতার ২১ জুলাইয়ের ভাষণ শুনতে চলেছে তা বলাই যায়। গুজরাটে মমতার ভাষণ সম্প্রচার উপলক্ষে ইতিমধ্যেই গুজরাটিতেও প্রচার শুরু করেছে তৃণমূল। শনিবার একটি গুজরাটি পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আগামী ২১ জুলাই জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সেদিন থেকেই সর্বভারতীয় স্তরে তৃণমূল নেত্রী সরাসরি মোদীর বিরুদ্ধে কার্যত বিরোধী নেত্রী হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন। ফলে এই শহিদ দিবস যে অন্যান্য শহিদ দিবসের থেকে আলাদা হবে, তা একপ্রকার নিশ্চিতভাবে বলা যায়। আগামী ২১ জুলাইয়ের মঞ্চকে ব্যবহার করে তৃণমূল রাজনৈতিকভাবে জাতীয় স্তরে কী প্রভাব ফেলতে পারে, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। আরও পড়ুন: ‘বাংলার মেয়েকেই প্রধানমন্ত্রী চাই’, বাদল অধিবেশনে লোকসভায় স্লোগান তুলবে তৃণমূল

Next Article