AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Physical Assault: লোকাল ট্রেনে কলেজ পড়ুয়াকে ‘ধর্ষণ’, সিসিটিভি ফুটেজ দেখে হতবাক পুলিশ

Crime News: ২০ বছরের ওই যুবতী জানান, তিনি লোকাল ট্রেনে করে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। চলন্ত ট্রেনেই এক ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন যুবতী।

Physical Assault: লোকাল ট্রেনে কলেজ পড়ুয়াকে ‘ধর্ষণ’, সিসিটিভি ফুটেজ দেখে হতবাক পুলিশ
অভিযুক্ত ব্যক্তি স্টেশনেও যৌন হেনস্থা করেন মহিলাদের।
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 2:56 PM
Share

মুম্বই: চলন্ত লোকাল ট্রেনে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ (Physical Assault)। বুধবার বছর কুড়ির এক কলেজ পড়ুয়া প্রথমে রেল পুলিশ ও পরে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানান। যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশে এফআইআর-ও দায়ের করা হয়। ওই দিন রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। প্রমাণ জোগাড় করতে পুলিশ রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখতেই অবাক হলেন। ভিডিয়োয় দেখতে পেলেন, শুধু ওই যুবতীকে যৌন হেনস্থা নয়, তার আগে স্টেশনে আরও বেশ কয়েকজন মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে (Mumbai)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে এক যুবতী এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। ২০ বছরের ওই যুবতী জানান, তিনি লোকাল ট্রেনে করে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। চলন্ত ট্রেনেই এক ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন এবং তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন যুবতী। নিগৃহীত যুবতীর দাবি, দুপুরে ট্রেনের ওই কামরায় কেউ ছিলেন না। সেই সুযোগেই অভিযুক্ত যৌন হেনস্থা করে।

ছত্রপতি শিবাজি টার্মিনাস ও মসজিদ স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটে। এরপরই যুবতী প্রথমে রেল পুলিশে এবং পরে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের নাম নাওয়াজু করিম শেখ (৪০)। যুবতীর অভিযোগের প্রমাণ খুঁজতে রেল স্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। সেখানেই প্রকাশ্যে আসে অভিযুক্তের কাণ্ড। দেখা যায়, লোকাল ট্রেনে ওঠার আগে কমপক্ষে চারজন মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন অভিযুক্ত। ইচ্ছাকৃতভাবে মহিলাদের পিছনে দাঁড়িয়ে শারীরিক স্পর্শ ও অশালীন ইঙ্গিত করছিলেন ওই ব্য়ক্তি। এক মহিলাকে ধাক্কাও দেন অভিযুক্ত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক মহিলাকে কনুই দিয়ে গুঁতো মারছেন ওই ব্যক্তি। অপর এক ব্যক্তিকে অশালীনভাবে স্পর্শ করছেন। এক মহিলা প্রতিবাদ করলেও, বাকিরা কেউ কিছু বলেননি এবং পুলিশেও অভিযোগ জানাননি।