ইন্দোর: পঞ্চায়েত ভোটের আগে টাকা বিলিয়েছিলেন একালাবাসীর মধ্যে। কিন্তু তা করেও কাজের কাজ হয়নি। ভোটে জিততে পারেননি। তার পরই যত রাগ গিয়ে পড়েছে এলাকাবাসীর কাছে। ভোটর সময় যে টাকা বিলিয়েছিলেন, তা গিয়ে ফেরত চাইছেন ভোটে লড়া ওই ব্যক্তি। এ রকমই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, মধ্য প্রদেশে নীমুচ জেলায় ঘটেছে এই ঘটনা। মঙ্গলবার ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম রাজু দাইমা। নীমুচ জেলার মানসা তেহশিলের দেবরণ গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে লড়েছিলেন তিনি। ওই গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সেই ভোটের সময়ই স্থানীয়দের মধ্যে টাকা বিলিয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও সরপঞ্চ হতে পারেননি। হেরে গিয়েছেন নির্বাচনে। এর পরই যাঁদেরকে ভোট দেওয়ার জন্য টাকা বিলিয়েছিলেন, তাঁদেরকে শাসিয়েছেন। ভোটের সময় দেওয়া টাকাও ফেরত চেয়েছেন।
রাজু টাকা ফেরত চাইছেন- এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে পুলিশ প্রশাসনের। এর পরই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বুধবার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধর ৩২৩, ২৯৪ এবং ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাজুর সহযোগী কানাইহা বানজারার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। নীমুচের অতিরিক্ত পুলিশ সুপার সুন্দর সিং কালেশ জানিয়েছেন, রামপুর থানায় রাজুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ রয়েছে। ভিডিয়োয় রাজুকে বলতে শোনা গিয়েছে, ভোটের সময় দেওয়া টাকা ফেরত চাইতে। পঞ্চায়ের ভোটে হারার পর প্রায় ৪ লক্ষ টাকা তিনি আদায়ও করেছেন বলে জানা গিয়েছে।
বিষয়টি নিয়ে মহেশ পতিদার নামের এক আইনজীবী জানিয়েছেন, ভিডিয়ো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ভোটের সময় টাকা বিলিয়েছিলেন ওই ব্যক্তি।