AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railway: ট্রেনের দরজাই খুলল না! মহাকুম্ভে যেতে না পেরে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি

Railway: মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছিলেন তিনি। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গেই ট্রেন ধরতে স্টেশনে গিয়েছিলেন। কিন্তু ট্রেনে উঠতে পারেননি ওই ব্যক্তি।

Railway: ট্রেনের দরজাই খুলল না! মহাকুম্ভে যেতে না পেরে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Apr 10, 2025 | 10:00 PM
Share

বিহার: মহাকুম্ভ চলাকালীন ট্রেনগুলিতে কীভাবে ভিড় হয়েছে, তা সবাই দেখেছেন। একগুচ্ছ বিশেষ ট্রেন চালানোর পরও ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি। আর সেই মহাকুম্ভে পৌঁছতে না পেরে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন। মামলা করে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি।

বিহারের মুজাফফরপুর জেলার ঘটনা। অভিযোগ, রেলের অবহেলার কারণেই এক ব্যক্তি তাঁর শ্বশুরবাড়ির লোকদের নিয়ে মহাকুম্ভে স্নান করতে যেতে পারেননি। মুজফফরপুরের গায়ঘাটের ওই বাসিন্দার নাম রাজন ঝা। গত ২৭ জানুয়ারি তিনি তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে নিয়ে মুজফফরপুর থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে স্নান করতে যাচ্ছিলেন।

মহাকুম্ভে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছিলেন তিনি। শ্বশুরবাড়ির লোকদের সঙ্গেই ট্রেন ধরতে স্টেশনে গিয়েছিলেন। কিন্তু ট্রেনে উঠতে পারেননি। কারণ ট্রেনের বগির গেট ভিতর থেকে বন্ধ ছিল বলে অভিযোগ। তিনি রেল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে অভিযোগ জানান। কিন্তু অভিযোগের পরও ট্রেনের বগিটি খোলা হয়নি বলে দাবি ওই ব্যক্তির। সেই কারণেই তাঁরা মহাকুম্ভে স্নান করতে যেতে পারেননি।

এরপর, আইনজীবী এসকে ঝা-র মাধ্যমে মুজফফরপুরের গ্রাহক কমিশনে রেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি। এই বিষয়ে মুজফফরপুরের গ্রাহক কমিশন রেলের স্টেশন সুপারিনটেনডেন্ট, স্টেশন মাস্টার, সোনপুর রেলওয়ে ডিভিশনের ডিআরএম, পূর্ব মধ্য রেলওয়ের জিএম, ভারতীয় রেলের চেয়ারম্যানকে একটি নোটিস দিয়েছে।

মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৯ জুলাই। কমিশন এই শুনানিতে সব পক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।